শীলা ভাটিয়া
শীলা ভাটিয়া একজন ভারতীয় কবি, নাটক লেখিকা,[১] মঞ্চ ব্যক্তিত্ব[২][৩] এবং দিল্লী আর্ট থিয়েটারের প্রতিষ্ঠাতা ছিলেন। এটি একটি ফোরাম যেটি ভারতীয় আর্ট এর ধরনকে উৎসাহিত করে।[৪] পাঞ্জাবি অপেরা, একটি ভারতীয় নৃত্য নাটকের ধরন, এই ধরনটি শিলা ভাটিয়ার হাত ধরেই তৈরি হয়েছে।[৫][৬][৭][৮] ১৯৭১ সালে, ভারত সরকারের চতুর্থ ভারতীয় বেসামরিক পদক পদ্মা শ্রীতে ভূষিত হন।[৯] প্রায় এক যুগ পরে, ১৯৮২ সালে তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হন।[১০] ১৯৯৭ সালে কালিদাস সম্মান পুরস্কারে ভূষিত হন।[১১]
শীলা ভাটিয়া | |
---|---|
জন্ম | ১ মার্চ ১৯১৬ শিয়ালখট, ব্রিটিশ ভারত |
মৃত্যু | ১৭ ফেব্রুয়ারি ২০০৮ ভারত |
পেশা | কবি, নাটক লেখিকা, মঞ্ছ ব্যক্তিত্ব |
পরিচিতির কারণ | পাঞ্জাবি অপেরা |
পুরস্কার | পদ্মশ্রী সঙ্গীত নাটক একাডেমি এওয়ার্ড পাঞ্জাবি একাডেমি পরম সাহিত সম্মান দিল্লী প্রশাসনিক পুরস্কার গালিব এওয়ার্ড পাঞ্জাবি আর্টস কাউন্সিল এওয়ার্ড ডি এ বেস্ট ডিরেক্টর এওয়ার্ড উর্দু একাডেমি এওয়ার্ড কালিদাস সম্মান পরম সহিত সরকার সম্মান |
জীবনী
সম্পাদনা১৯১৬ সালের ১ মার্চ শিলা ভাটিয়া জন্মগ্রহণ করেন।[৫] তার জন্মস্থান ব্রিটিশ ভারতের শিয়ালকটে, বর্তমানে স্থানটি পাকিস্কনের অন্তর্ভুক্ত।[১১] বিএ ডিগ্রি লাভের পর তিনি শিক্ষায় ডিগ্রি অর্জন করেন এবং লাহোরে একজন গণিতের শিক্ষক হিসেনে জীবিকা শুরু করেন। তিনি নিজেকে ভারতীয় স্বাধীনতা সংগ্রামেও সম্পৃক্ত করেন।[৪] এরপরে তিনি দিল্লী ফিরে আসেন যেখানে তিনি দিল্লী আর্ট থিয়েটার প্রতিষ্ঠা করেন।[৫][১২] এছাড়া তিনি ডিপার্টমেন্ট হেড হিসেবে ন্যাশনাল স্কুল অব ড্রামাতেও চাকুরি করেন।[১১]
শিলা ভাটিয়ার প্রথম প্রডাকশন ছিল "উপতক্যার ডাক", যা ছিল সঙ্গীত নাটক।[৪][৫] এরপরে আরও ৬০ টি সৃষ্টিকর্ম তিনি তৈরি করেছেন।[১] যেমন হিয়ার রঞ্জা (১৯৫৭), দরদ আগেয়া ডাবে পাওন (১৯৭৯), সুলগাদা দারিয়া (১৯৮২), ওমর খৈয়াম (১৯৯০), নসীব (১৯৯৭), চান বদলা দে, লোহা কুট[১৩] গালিব কওন থা এবং পাঞ্জাবের নাদির শাহ, কেইসা ইয়েহ আওরাত হে (১৯৭২), হাওয়া সে হিপি টাক (১৯৭২), ইয়েহ মেরি ইশক নাহিন আসান (১৯৮০) উর্দুতে।[৫][১১][১২] তিনি ফাইজ আল ফাইজের ভক্ত ছিলেন।[১৪][১৫] এছাড়া ভাটিয়া ১০ টি বইও লিখেছেন।[১১]
১৯৭১ সালে ভারত সরকার তাকে পদ্মা শ্রী পদকে ভূষিত করেন।[৯] ১৯৮২ সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার লাভ করেন।[১০] পরের বছর পরপর পাঞ্জাবি আর্টস কাউন্সিল পুরস্কার এবং গালিব পুরস্কার লাভ করেন।[১১] ১৯৮৬ সালে দিল্লী প্রশাসনের পক্ষ থেকে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার লাভ করেন। ১৯৯৭ সালে কালিদাস সম্মান পুরস্কার লাভ করেন।[১১] এছাড়া তিনি উর্দু একাডেমি এওয়ার্ডও লাভ করেন।[১১] ২০০০ সালে পাঞ্জাবি একাডেমি তাকে পরম সহীত সম্মান পদকে ভূষিত করেন।[১৬]
শিলা ভাটিয়া ১৭ই ফেব্রুয়ারি ২০০৮ সালে, ৯১ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ Ananda Lal (ed.) (২০০৪)। The Oxford Companion to Indian Theatre। Oxford University Press। আইএসবিএন 9780195644463।
- ↑ "Aesthetics of Indian Feminist Theatre"। Rup Katha। ২০১৫। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৫।
- ↑ Susie J. Tharu, Ke Lalita (১৯৯৩)। Women Writing in India: The twentieth century। Feminist Press। পৃষ্ঠা 688। আইএসবিএন 9781558610293।
- ↑ ক খ গ "Rich tributes paid to Sheila Bhatia"। The Hindu। ২৩ ফেব্রুয়ারি ২০০৮। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৫।
- ↑ ক খ গ ঘ ঙ চ "Shiela Bhatia – A legend of Indian Operas passes away"। Stage Buzz। ২০০৮। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৫।
- ↑ Stanley Hochman (১৯৮৪)। McGraw-Hill Encyclopedia of World Drama। McGraw-Hill। পৃষ্ঠা 2900। আইএসবিএন 9780070791695।
- ↑ Colin Chambers (২০০৬)। Continuum Companion to Twentieth Century Theatre। A&C Black। পৃষ্ঠা 896। আইএসবিএন 9781847140012।
- ↑ Gurcharan Singh (১৯৯০)। Studies in Punjab History & Culture। Enkay Publishers। পৃষ্ঠা 281। আইএসবিএন 9788185148298।
- ↑ ক খ "Padma Shri" (পিডিএফ)। Padma Shri। ২০১৫। ১৫ নভেম্বর ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৪।
- ↑ ক খ "Sangeet Natak Akademi Award"। Sangeet Natak Akademi। ২০১৫। ৩০ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৫।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ Kartik Chandra Dutt (১৯৯৯)। Who's who of Indian Writers, 1999: A-M। Sahitya Akademi। পৃষ্ঠা 1490। আইএসবিএন 9788126008735।
- ↑ ক খ Manoj Sharma (১৬ নভেম্বর ২০১১)। "Capital's cultural affair began in 50s"। Hindustan Times। ৩০ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৫।
- ↑ Habib Tanvir (২০১৪)। Memoirs। Penguin। পৃষ্ঠা 400। আইএসবিএন 9789351182023।
- ↑ "India, whose love could have killed him"। Dawn। ১৩ ফেব্রুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৫।
- ↑ Amaresh Datta (১৯৮৮)। Encyclopaedia of Indian Literature, Volume 2। Sahitya Akademi। পৃষ্ঠা 987। আইএসবিএন 9788126011940।
- ↑ "Academy award for Harkishan Singh"। The Tribune। ১৮ মে ২০০০। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৫।