শিহাড়া ইউনিয়ন
নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার একটি ইউনিয়ন
শিহাড়া ইউনিয়ন বাংলাদেশের নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদ।[১][২]
শিহাড়া | |
---|---|
ইউনিয়ন | |
১১নং শিহাড়া ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে শিহাড়া ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৫°৮′৫০″ উত্তর ৮৮°৪০′৫০″ পূর্ব / ২৫.১৪৭২২° উত্তর ৮৮.৬৮০৫৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | নওগাঁ জেলা |
উপজেলা | পত্নীতলা উপজেলা |
আসন | ৪৭, নওগাঁ-২ |
সরকার | |
• চেয়ারম্যান | আলহাজ্ব মোঃ তোফাজ্জল হোসেন |
আয়তন | |
• মোট | ৩৭.০৫ বর্গকিমি (১৪.৩১ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুসারে) | |
• মোট | ২৪,২৬০ |
• জনঘনত্ব | ৬৫০/বর্গকিমি (১,৭০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫২.৫০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৬৫৬১ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ইতিহাস
সম্পাদনাভৌগোলিক অবস্থান ও আয়তন
সম্পাদনানওগাঁ জেলা থেকে ৩০ কি:মি: পশ্চিমে এবং পত্নীতলা উপজেলা হতে ২০ কি:মি: পশ্চিমে সাপাহার উপজেলা সদর থেকে উত্তর দিকে সোজা ১০ কি:মি: আসলেই শিহাড়া ইউনিয়ন পাওয়া যাবে। এর যোগাযোগ ব্যাবস্থা খুব একটা সহজ না যদিও রাস্তা পাকা কিন্তু যানবাহনের তেমন ভাল সুযোগ সুবিধা নেই। আর এই ইউনিয়নের পশ্চিমে নিরমইল ইউনিয়ন, দক্ষিণে দিবর ইউনিয়ন, পূর্বে আগ্রাদ্বিগুন ইউনিয়ন ও খেলনা ইউনিয়ন এবং উত্তরে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলা অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|
১নং ওয়ার্ড | শীতল মাঠ |
২নং ওয়ার্ড | তেপুকুরিয়া, কলাপাকা |
৩নং ওয়ার্ড | কাষ্টবই |
৪নং ওয়ার্ড | হলাকান্দর |
৫নং ওয়ার্ড | শিহাড়া, ওয়ারীখন্ডা |
৬নং ওয়ার্ড | জামালপুর |
৭নং ওয়ার্ড | পরাণপুর |
৮নং ওয়ার্ড | কৈবর্তখন্ড |
৯নং ওয়ার্ড | পলিপাড়া |
সদস্যগণের নাম
সম্পাদনা- চেয়ারম্যানঃ
- মোঃ তোফাজ্জল হোসেন
- সংরক্ষিত আসনের সদস্যঃ
- গীতা রানী
- মোছাঃ আলেয়া খাতুন
- মোছাঃ শাহানাজ বেগম
- ওয়ার্ডভিত্তিক সাধারণ আসনের সদস্যবৃন্দঃ
ওয়ার্ড নং | গ্রামের নাম | সদস্যগণের নাম |
---|---|---|
১নং ওয়ার্ড | শীতল মাঠ | মোঃ আজগর আলী |
২নং ওয়ার্ড | তেপুকুরিয়া | মোঃ শাহজাহান আলী |
৩নং ওয়ার্ড | কাষ্টবই | দেবেন্দ্রনাথ বাবু |
৪নং ওয়ার্ড | হলাকান্দর | মোঃ শামীম কবির |
৫নং ওয়ার্ড | শিহাড়া | মোঃ আব্দুল মালেক |
৬নং ওয়ার্ড | জামালপুর | মোঃ আব্দুস সালাম |
৭নং ওয়ার্ড | পরাণপুর | মোঃ মোসারফ হোসেন |
৮নং ওয়ার্ড | কৈবর্তখন্ড | মোঃ ওমর আলী |
৯নং ওয়ার্ড | পলিপাড়া | মোঃ নুরুল ইসলাম |
শিক্ষাব্যবস্থা
সম্পাদনাশিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- প্রাথমিক বিদ্যালয়ঃ
- শিহাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ওয়ারীখন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শীতল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- তেপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কৈবর্তখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হলাকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পাইকবান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আমন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাধ্যমিক বিদ্যালয়ঃ
- শিহাড়া উচ্চ বিদ্যালয়
- আমন্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়
- পাইকবান্দা জুনিয়র স্কুল
- পলিপাড়া জুনিয়র স্কুল
- মাদ্রাসাঃ
- শীতল শাহজাহানিয়া দাখিল মাদ্রাসা
- হলাকান্দর সাবেদ আলী দাখিল মাদ্রাসা
- কলাপাকা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা
- আবাদপুকুর স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা
- কিন্ডারগার্টেন স্কুলঃ
- শীতল আদর্শ একাডেমী
- শিহাড়া বাজার কিন্ডারগার্টেন
হাট-বাজার
সম্পাদনা- শিহাড়া বাজার
- শীতল বাজার
- আমন্ত বাজার
- আলপাকা বাজার
- কলাপাকা বাজার
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "শিহাড়া ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৭ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২০।
- ↑ "পত্নীতলা উপজেলা"। বাংলাপিডিয়া। ২৯ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২০।
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |