শিল্প উন্নয়নের জন্য রাষ্ট্রপতির পুরস্কার
শিল্প উন্নয়নের জন্য রাষ্ট্রপতির পুরস্কার বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয় কর্তৃক প্রদানকৃত একটি বাৎসরিক পুরস্কার। প্রতি বছর জাতীয় অর্থনীতিতে শিল্প খাতের অবদানের স্বীকৃতিস্বরূপ প্রণোদনা সৃষ্টি এবং সৃজনশীলতাকে উৎসাহিত করতে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পুরস্কার প্রদান করা হয়।[১]
ইতিহাস
সম্পাদনা২০১৩ সাল থেকে প্রতিবছর শিল্প উন্নয়নের জন্য রাষ্ট্রপতির পুরস্কার প্রদান করা হয়। শিল্প প্রতিষ্ঠানের শ্রেণিবিন্যাস অনুযায়ী ছয় ধরনের শিল্পের জন্য ৩টি করে মোট ১৮টি শিল্প প্রতিষ্ঠানকে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার প্রদান নীতিমালা ২০২০ অনুসরণ করে এই পুরস্কার দেওয়া হয়।[২][৩][৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ প্রতিবেদক, নিজস্ব। "রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পেল ১৯ প্রতিষ্ঠান"। দৈনিক প্রথম আলো।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "'রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার' পাচ্ছে যে ১৯ প্রতিষ্ঠান"। সোনালী নিউজ।
- ↑ https://moind.gov.bd/sites/default/files/files/moind.portal.gov.bd/forms/20f20548_94dd_4a10_9aed_b66f3bc8274a/President%20Award%202020%20Bangladesh%20Gadgets.pdf
- ↑ "রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কারের জন্য দরখাস্ত আহ্বান"। জাগো নিউজ।