শিরীশ হীরালাল চৌধারি

ভারতীয় রাজনীতিবিদ

শিরীশ হীরালাল চৌধারি একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি শিরীশদা নামে খ্যাত, তিনি পঞ্চদশ মহারাষ্ট্র বিধানসভার সদস্য। তিনি স্বতন্ত্র প্রার্থী, মোদী তরঙ্গের বিরুদ্ধে ২১,২৩৯ ভোটের ব্যবধানে জয়ী।

চৌধুরী অমলনার বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন। তিনিই প্রথম বিধায়ক যিনি অমলনর জেলায় বিনামূল্যে জিমন্যাসিয়াম সেন্টার স্থাপন করেছিলেন। []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Results of Maharashtra Assembly polls 2014"India Today। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৪