শিব নাদর বিশ্ববিদ্যালয়
শিব নাদর বিশ্ববিদ্যালয় (এসএনইউ)[১] হল একটি বেসরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়। এটি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের দাদরির নিকট ৯১ নং জাতীয় সড়কের পাশে অবস্থিত। বিশ্ববিদ্যালয়টি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দ্বারা বিশিষ্ট প্রতিষ্ঠান হিসাবে বিবেচিত হয়। এটি ২০১১ খ্রিস্টাব্দে এইচসিএল-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শিব নাদার দ্বারা প্রতিষ্ঠিত একটি বেসরকারি জনহিতকর ফাউন্ডেশন "শিব নাদার ফাউন্ডেশন" কর্তৃক শুরু করা একটি ধারাবাহিক উদ্যোগের অংশ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।[২][৩][৪]
ধরন | বেসরকারি পরিগণিত বিশ্ববিদ্যালয় (একটি বিশিষ্ট প্রতিষ্ঠান) |
---|---|
স্থাপিত | ২০১১ |
প্রতিষ্ঠাতা | শিব নাদর |
আচার্য | শিখর মালহোত্রা |
উপাচার্য | অনন্যা মুখোপাধ্যায় |
অবস্থান | চিথারা, দাদরি, গৌতম বুদ্ধ নগর জেলা , , |
শিক্ষাঙ্গন | ২৮৬ একর |
অধিভুক্তি | ইউজিসি |
ওয়েবসাইট | www |
ইতিহাস
সম্পাদনাবিশ্ববিদ্যালয়টি ২০১১ সালে ২৮৬ একর জুড়ে প্রতিষ্ঠিত হয়েছিল। রূপমঞ্জরী ঘোষ ২০১৬ খ্রিস্টাব্দের ১লা ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার আগে নিখিল সিনহা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য হিসেবে নিযুক্ত হয়েছিলেন।[৫] তার দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার পর, তিনি ২০২২ খ্রিস্টাব্দের ৩১শে জানুয়ারি ডক্টর অনন্যা মুখার্জির কাছে দায়িত্ব হস্তান্তর করেছিলেন।[৬]
বিশ্ববিদ্যালয়টি ২০২১ খ্রিস্টাব্দের মার্চ মাসে ইন্সটিটিউট অব এমিনেন্স মর্যাদার জন্য ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছিল।[৭] এটি ২০২২ খ্রিস্টাব্দের আগস্ট মাসে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা হিসাবে ইন্সটিটিউশন অব এমিনেন্স অর্জন করেছিল।[১]
একাডেমিক প্রতিষ্ঠান
সম্পাদনাবিশ্ববিদ্যালয়ের ৪ টি বিদ্যালয় জুড়ে বেশ কয়েকটি শৃঙ্খলা বিভাগ রয়েছে।
বিদ্যালয়
সম্পাদনাএছাড়াও একাডেমি অব কন্টিনিউয়িং এডুকেশন (এসিই) রয়েছে।
পাঠ্যক্রম পদ্ধতি
সম্পাদনাবিশ্ববিদ্যালয়ের সমস্ত পাঠ্যধারাগুলি ইংরেজিতে পড়ানো হয়। স্নাতক পাঠ্যধারার গবেষণার সুযোগগুলি স্নাতক ছাত্রদের পাঠ্যক্রমের বাইরে গবেষণা করার সুযোগ প্রদান করে।
র্যাঙ্কিং
সম্পাদনাবিশ্ববিদ্যালয় র্যাংকিং |
---|
ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (এনআইআরএফ) ২০২১ খ্রিস্টাব্দে শিব নাদার বিশ্ববিদ্যালয়কে ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে সামগ্রিকভাবে ৮৪ তম স্থান[৯] ও বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে ৫৬ তম স্থান প্রদান করেছিল।[৯]
বিদ্যায়তন
সম্পাদনাসম্পদ ও সুবিধা
সম্পাদনাআবাসিক বিদ্যায়তনে ২,২০০ জন শিক্ষার্থী, ২৫০+ অনুষদ ও কর্মী সদস্য রয়েছে। এটি ২৮৬ একর জুড়ে বিস্তৃত। সমস্ত বাসিন্দাদের আরামদায়ক জীবনযাপন নিশ্চিত করার জন্য, ক্যাম্পাসে বিভিন্ন ধরনের অভ্যন্তরীণ সম্পদের আধিক্য রয়েছে, যার মধ্যে ক্যাফে, দৈনন্দিন প্রয়োজনের জন্য মুদির দোকান, একটি সম্পূর্ণ সজ্জিত চিকিৎসা কেন্দ্র, ইনডোর স্পোর্টস কমপ্লেক্স, শিক্ষার্থী বিনোদন কেন্দ্র, কেন্দ্রীয় গ্রন্থাগার, ডাকঘর, সেলুন এবং দুটি এটিএম ও একটি ইন-হাউস ব্যাঙ্ক রয়েছে।[১০]
ক্লাব ও সমিতি
সম্পাদনাস্টুডেন্ট ক্লাব ও সোসাইটি প্রতিটি শিক্ষার্থীকে তাদের নিয়মিত পড়াশুনার বাইরে তাদের আবেগ অন্বেষণ করার এবং একটি সম্প্রদায়ের অংশ হিসাবে সহযোগিতা করা ও শেখার সুযোগ প্রদান করে। সিনেইউ নামে শিব নাদার ইউনিভার্সিটির চলচ্চিত্র সমিতি ফিল্ম, যেটি আগ্রহী ছাত্রদের মধ্যে চলচ্চিত্র নির্মাণের শিল্পের জন্য আগ্রহী করার জন্য কাজ করে। সমিতিটি সপ্তাহান্তে চলচ্চিত্র প্রদর্শন করে এবং প্রাসঙ্গিক বিষয় ও চলচ্চিত্র নির্মাণের সামগ্রিক বিষয়ের উপর আলোচনার আয়োজন করে। এটি এছাড়াও বিশ্ববিদ্যালয়ের জন্য চলচ্চিত্র উৎসব ও অন্যান্য অনুষ্ঠান আয়োজন করে।[১১]
ফ্যাকশন হল বিশ্ববিদ্যালয়ের কুইজিং সোসাইটি। ২০১১ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত, এই সোসাইটি বিশ্ববিদ্যালয় জুড়ে শিক্ষার্থীদের জন্য নিয়মিত কুইজ পরিচালনা করে এবং বেশ কয়েকটি আন্তঃবিশ্ববিদ্যালয় অনুষ্ঠানে শিব নাদর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে।[১১]
ভর্তি
সম্পাদনাআবেদনকারীদের একটি বিদ্যালয়-নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা পরীক্ষার মাধ্যমে পরিমাণগত ক্ষমতা, বিমূর্ত যুক্তি ও যোগাযোগ ক্ষমতার উপর মূল্যায়ন করা হয়।[১২] প্রতিষ্ঠানটি উদ্দেশ্যপ্রণোদিত প্রধান বিষয়গুলির ক্ষেত্রে একটি একাডেমিক দক্ষতা পরীক্ষা (এপিটি) নেয়।[১৩][১৪]
স্নাতক প্রোগ্রামে ভর্তির জন্য, প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগ আবেদনকারীদের মূল্যায়ন করার জন্য নিজস্ব প্রক্রিয়া ব্যবহার করে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ https://snu.edu.in/news/newsroom/conferred-title-shiv-nadar-institution-eminence
- ↑ Rahul Choudaha (১৭ আগস্ট ২০১৩)। "Branch campus or partnerships – Or both?"। University World News। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২২।
- ↑ S. Ronendra Singh (১ আগস্ট ২০১৩)। "The rise of an heiress: Roshni Nadar"। Business Line। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২২।
- ↑ Shiv Nadar Foundation Inaugural Report 2012 (পিডিএফ) (প্রতিবেদন)। Shiv Nadar Foundation। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "Shiv Nadar University appoints Rupamanjari Ghosh as vice-chancellor"। দ্য ইকোনমিক টাইমস। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২২।
- ↑ Ghosh, Rajlakshmi (২৬ ফেব্রুয়ারি ২০২২)। "Pandemic taught us that human interaction cannot be fully substituted by technology, says academic Ananya Mukherjee - Times of India"। দ্য টাইমস অব ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "Shiv Nadar University Delhi NCR Gets Institution Of Eminence Tag"। Moneycontrol.com। ১৮ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "India Education Diary"। ৩ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২২।
- ↑ ক খ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;Rankings_NIRF_O_2021
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ "Resources & Facilities"। ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২২।
- ↑ ক খ "Clubs & Societies"। ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২২।
- ↑ N, Vijetha S. (৫ জুন ২০১৪)। "Shiv Nadar University goes for aptitude test to tap right candidates" – www.thehindu.com-এর মাধ্যমে।
- ↑ "Shiv Nadar University invites applications for UG courses"। ২০১৭-০৮-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-১৫।
- ↑ "Shiv Nadar University"। snuadmissions.com।