শিখা সিং

ভারতীয় অভিনেত্রী

শিখা সিংহ শাহ একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী।[][][][]

শিখা সিংহ
জন্ম৭ ফেব্রুয়ারি
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০০৭-বর্তমান
দাম্পত্য সঙ্গীকরণ শাহ (বি. ২০১৬)
সন্তান

অভিনয় জীবন

সম্পাদনা

সিংহ সাব টিভির লেফট রাইট লেফট ধারাবাহিকে ক্যাডেট আকৃতি ভাটের চরিত্রে অভিনয় করে তাঁর অভিনয় জীবন শুরু করেন। এর পরে তাঁকে জি টিভির মেরি ডোলি তেরে অঙ্গানা এবং ঘর কি লক্ষ্মী বেটিয়া যে অভিনয় করতে দেখা গেছে। ২০০৯ সালে কালার্স টিভির উত্তরণ ধারাবাহিকে কুক্কি চরিত্রে অভিনয় করেন, পরের বছর তিনি কালার্স টিভিতে না আনা ইস দেশ লাডো ধারাবাহিকে আম্বা সাংবান চরিত্রে অভিনয় করেন।

ধারাবাহিক

সম্পাদনা
সাল নাম চরিত্র
২০১৫-২০১৬ পিয়ার কো হো জানে দো সাবিনা খান
২০১৬ কমেডি নইটস বাঁচাও নিজেই
২০১৬ চন্দ্র নান্দিনি রাজকুমারী
২০১৭ কমেডি দঙ্গল নিজেই
২০১৭-২০১৮ কুণ্ডলী ভাগ্য আলিয়া প্রেম মেহরা
২০১৯ লাল ইসক ধারাবাহিক ভিবাহ
২০১৯ বক্স ক্রিকেই লীগ নিজেই

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Shikha Singh to play a lawyer in Adaalat - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৯ 
  2. World, Republic। "'Kumkum Bhagya' actor Shikha Singh & husband Karan Shah become parents to a baby girl"Republic World (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৯ 
  3. "TV actress Shikha Singh approached for Jhalak Dikhla Jaa"The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০১৪-০৪-২০। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা