শাহ শরীফ জিন্দানি
ভারতের একজন সুফি সাধক
শাহ শরীফ জিন্দানি (১০৯৮ - ১০ নভেম্বর ১২১৫) ছিলেন ভারতের একজন সুফি সাধক। তিনি নুরুদ্দিন নামেও পরিচিত। তিনি মাওদুদ চিশতির উত্তরসূরি, চিশতিয়া তরিকার সুফি সিলসিলার ১৩তম ধারা এবং উসমান হারুনীর পীর ছিলেন।[১]
শাহ শরীফ জিন্দানি | |
---|---|
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | ১০৯৮ |
মৃত্যু | ১০ নভেম্বর ১২১৫ কনৌজ, উত্তরপ্রদেশ, ভারত | (বয়স ১১৬–১১৭)
ধর্ম | ইসলাম |
শিক্ষালয় | হানাফি |
ক্রম | চিশতিয়া তরিকা |
ঊর্ধ্বতন পদ | |
যার দ্বারা প্রভাবিত | |
যাদের প্রভাবিত করেন |
তিনি আনু. ১০৯৮ সালে ইরাকের জান্দানাহ নামক একটি শহরে জন্মগ্রহণ করেন এবং ১০ নভেম্বর ১২১৫ সালে মারা যান। তাকে ভারতের উত্তরপ্রদেশের কনৌজে সমাহিত করা হয়।
আধ্যাত্মিক বংশ
সম্পাদনাচিশতী ধারার ঐতিহ্যবাহী সিলসিলা (আধ্যাত্মিক ধারা) নিম্নরূপ
- হাসান বসরি (মৃত্যু ৭২৮, একজন প্রারম্ভিক ফার্সি মুসলিম ধর্মতাত্ত্বিক)
- আব্দুল ওয়াহিদ বিন যাইদ আবুল ফাদল (মৃত্যু ৭৯৩, একজন প্রথমদিককার সুফি সাধক)
- ফুজাইল ইবনে আয়াজ ইবনে মাসউদ ইবনে বিশর তামিমি
- ইব্রাহিম ইবনে আদহাম (একজন কিংবদন্তী প্রথমদিককার সুফি তপস্বী)
- হুজাইফা মারাশি
- আমিনুদ্দিন আবু হুবাইরা বসরি
- মুমশাদ দিনাওয়ারি আলাভী
- আবু ইসহাক শামি চিশতী (মৃত্যু ৯৪০, চিশতিয়া ধারার প্রতিষ্ঠাতা)
- আবু আহমদ আবদাল চিশতি
- নাসিরুদ্দিন আবু মুহাম্মদ চিশতি
- আবু ইউসুফ নাসরুদ্দিন চিশতি (মৃত্যু ১০৬৭)
- কুতুবুদ্দিন মাওদুদ চিশতি (আবু ইউসুফের ছেলে, মৃত্যু ১১৩৯)
- হাজী শরীফ জিন্দানি (মৃত্যু ১২১৫, ৬১২ হিজরি)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "The Mashaikh of Chisht by Shaykh Muhammad Zakariya Kandhlawi"। Scribd। সংগ্রহের তারিখ ২০২০-০৬-০৪।
বহিঃসংযোগ
সম্পাদনা- হাজী শরীফ । Chishtysabiree.com.