শাহ আব্দুর রাজ্জাক
শাহ আব্দুর রাজ্জাক (১ জানুয়ারি ১৯৩৩-১২ মার্চ ২০১৮) বাংলাদেশের রংপুর জেলার রাজনীতিবিদ, ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সাবেক সংসদ সদস্য।[১]
শাহ আব্দুর রাজ্জাক | |
---|---|
রংপুর-৪ আসনের সাংসদ | |
কাজের মেয়াদ ৭ মে ১৯৮৬ – ৩ মার্চ ১৯৮৮ | |
পূর্বসূরী | মুজিবুর রহমান |
উত্তরসূরী | শাহ আলম |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১ জানুয়ারি ১৯৩৩ রংপুর জেলা, পীরগাছা উপজেলা |
মৃত্যু | ১২ মার্চ ২০১৮ রংপুর জেলা |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
সন্তান | তিন ছেলে ও এক মেয়ে |
প্রাক্তন শিক্ষার্থী | কারমাইকেল কলেজ |
জন্ম ও প্রাথমিক জীবন
সম্পাদনাশাহ আব্দুর রাজ্জাক ১ জানুয়ারি ১৯৩৩ সালে রংপুর জেলার পীরগাছা উপজেলার চালুনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি শিক্ষকতা পেশা নিয়ে কর্মজীবন শুরু করেন। মাহিগঞ্জ আফান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের তিনি প্রধান শিক্ষক ছিলেন। তিনি বিয়ে করেন রেজিনা রাজ্জাককে। তাদের তিনি তিন ছেলে ও এক মেয়ে।[২]
রাজনৈতিক জীবন
সম্পাদনাশাহ আব্দুর রাজ্জাক রাজনৈতিক জীবনে রাজনীতি শুরু ১৯৪৬ সালে মুসলিম লীগের হয়ে কোচবিহারের দিনহাটায়। ১৯৫১-১৯৫২ সালে রংপুর কারমাইকেল কলেজের ছাত্র থাকাকালীন বাংলা ভাষা আন্দোলনে ভূমিকা রাখেন।[৩] তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। ।
তিনি ১৯৭০ সালে আওয়ামী লীগের হয়ে গণপরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালে দেশ স্বাধীনের জন্য মুক্তিযুদ্ধে অংশ নেন। ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসন থেকে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ৮ দলের হয়ে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।[১]
১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি পরাজিত হয়েছিলেন।[৪]
মৃত্যু
সম্পাদনাশাহ আব্দুর রাজ্জাক ১২ মার্চ ২০১৮ সালে বার্ধক্যজনিত কারণে রংপুরের মাহিগঞ্জ সাতমাথায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২০।
- ↑ ক খ রংপুর ব্যুরো (১২ মার্চ ২০১৮)। "বঙ্গবন্ধুর ঘনিষ্টসহচর শাহ আব্দুর রাজ্জাকের মৃত্যু"। দৈনিক যুগান্তর। ২০ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২০।
- ↑ "রংপুর সদর উপজেলার পটভূমি"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২০ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২০।
- ↑ "শাহ আবদুর রাজ্জাক, আসন নং: ২২, রংপুর-৪, দল: আওয়ামী লীগ (নৌকা)"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২০।