শাহাবাদ ইউনিয়ন

নড়াইল জেলার নড়াইল সদর উপজেলার একটি ইউনিয়ন

শাহাবাদ ইউনিয়ন বাংলাদেশের নড়াইল সদর উপজেলার একটি ইউনিয়ন। ইউনিয়নটি ১৯৭৪ খ্রিঃ স্থাপিত হয়।

শাহাবাদ
ইউনিয়ন
শাহাবাদ খুলনা বিভাগ-এ অবস্থিত
শাহাবাদ
শাহাবাদ
শাহাবাদ বাংলাদেশ-এ অবস্থিত
শাহাবাদ
শাহাবাদ
বাংলাদেশে শাহাবাদ ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°১২′৫.০″ উত্তর ৮৯°২৮′৫০.৯″ পূর্ব / ২৩.২০১৩৮৯° উত্তর ৮৯.৪৮০৮০৬° পূর্ব / 23.201389; 89.480806 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলানড়াইল জেলা
উপজেলানড়াইল সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
মানচিত্র
মানচিত্র

অবস্থান ও আয়তন

সম্পাদনা

শাহাবাদ ইউনিয়নটি জেলা শহর থেকে ৫.০০ কিঃ মিঃ পশ্চিমে, নড়াইল-মাইজপাড়া সড়কের পা্শ্বে অবস্থিত। শাহাবাদ ইউনিয়নের উত্তরে- হবখালি ইউনিয়ন, পশ্চিমে- চন্ডিবরপুর ইউনিয়ননড়াইল পৌরসভা, দক্ষিণে- নড়াইল পৌরসভামুলিয়া ইউনিয়ন, পশ্চিমে- তুলারামপুর ইউনিয়নমাইজপাড়া ইউনিয়ন নড়াইল সদর নড়াইল অবস্থিত। এই ইউনিয়নের আয়তন ১৮.৮০ বর্গ কি.মি.।

প্রশাসনিক এলাকা

সম্পাদনা

শাহাবাদ ইউনিয়নটি তেরটি গ্রামের সমান্বয় গঠিত; এগুলো হলোঃ সরসপুর, চরবিলা, ধোন্দা, ময়েনখোলা, তুজরডাঙ্গা, দলজিৎপুর, নারায়নপুর, গোপিকান্তপুর, সদানন্দকাঠি, দত্তপটি, আলোকদিয়া, চাঁদপুর, বিষ্ণুপুর।

ইতিহাস

সম্পাদনা

শিক্ষা

সম্পাদনা

শাহাবাদ ইউনিয়নে মোট শিক্ষার হারঃ৬০.৫২%

  • কলেজঃ০১টি
  • উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ঃ ০৪টি
  • প্রাথমিক বিদ্যালয়ঃ ০৯টি
  • মাদ্রাসাঃ ০২টি

বহিঃসংযোগ

সম্পাদনা