শাহবাজপুর ইউনিয়ন, শিবগঞ্জ
শাহবাজপুর ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১][২]
শাহবাজপুর | |
---|---|
ইউনিয়ন | |
শাহবাজপুর ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে শাহবাজপুর ইউনিয়ন, শিবগঞ্জের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৪৮′৬″ উত্তর ৮৮°৭′৪৮″ পূর্ব / ২৪.৮০১৬৭° উত্তর ৮৮.১৩০০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | চাঁপাইনবাবগঞ্জ জেলা |
উপজেলা | শিবগঞ্জ উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও সীমানা
সম্পাদনাচাঁপাইনবাবগঞ্জ জেলার ৩৫ কি.মি. উত্তরে এবং শিবগঞ্জ উপজেলার প্রায় ১৮ কি.মি.উত্তরে শাহবাজপুর ইউনিয়ন পরিষদটি অবস্থিত। শাহাবাজপুর ইউনিয়নের পূর্ব দিকে দাই পুখুরিয়া ইউনিয়ন, উত্তরে ভারতের মালদহ, পশ্চিমে ভারতের কালিয়াচক, দক্ষিণে শ্যামপুর ইউনিয়ন, বিনোদপুর ইউনিয়ন। এ ইউনিয়নে শিয়াল মারা, বালিয়াদিঘী, নামোচাকপাড়া, উনিশবিঘী, বাগিচাপাড়া,তেলকুপি মিলে ভারতের কাটাতার দ্বারা সীমানা নির্ধারন করা আছে।
ইতিহাস
সম্পাদনাপ্রশাসনিক এলাকা
সম্পাদনা১। বালিয়াদিঘী, শিয়ালমারা, ২। পিরোজপুর, সোনামসজিদ, ৩। ধোবড়া, শাহবাজপুর, ৪। উত্তর চাঁদপুর, শান্তিমোড়, নলডুবড়ী, ৫। দক্ষিণ চাঁদপুর, ভোলামারী, হাজারবিঘী, ৬। তের রশিয়া, কাগমারী, ৭। তেলকুপি, ৮। আজমতপুর, ৯। উনিশবিঘী,নামোচাকপাড়া, উপরচাকপাড়া,
আয়তন ও জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের বাংলাদেশ আদমশুমারি অনুসারে শাহবাজপুর ইউনিয়নের জনসংখ্যা ছিল ৪৮,৫১৮ জন। এর মধ্যে ২০,২২৭ জন পুরুষ এবং ২৮,২৯১ জন মহিলা ছিলেন, যারা যথাক্রমে জনসংখ্যার ৪৬.৬৫% এবং ৫৩.৩৫%।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাশিক্ষাক্ষেত্রে অত্র ইউনিয়ন মোটামুটি উন্নত। এই ইউনিয়নে বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়,ভোকেশনাল বিদ্যালয়সহ কয়েকটি দাখিল মাদ্রাসা রয়েছে।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "শাহবাজপুর ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১২ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২০।
- ↑ "শিবগঞ্জ উপজেলা, চাঁপাইনবাবগঞ্জ"। বাংলাপিডিয়া। ২৯ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২০।
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |