শামীম আকতার
বাংলাদেশী চলচ্চিত্র পরিচালিকা
শামীম আখতার একজন বাংলাদেশী পরিচালক এবং চিত্রনাট্যকার। তিনি দুটি চলচ্চিত্র দা কনভারসেশন (১৯৯১) এবং রিনা ব্রাউন (২০১৭) নির্মাণ করেছেন। [১]
পেশা
সম্পাদনাশামীম তারেক মাসুদের ১০ মিনিটের দীর্ঘ নন-ফিকশন চলচ্চিত্র দ্য কনভাকশনেশন দিয়ে তার অভিনয়ের অভিষেক করেন। ১৯৯৩ সালে, তিনি আরেকটি নন-ফিকশন চলচ্চিত্র দ্য ইক্লিপস তৈরি করেছিলেন । ২০১০ সালে তিনি কালপুরুষ চলচ্চিত্র তৈরি করেছেন। ১৩ জানুয়ারিতে, তার প্রথম চলচ্চিত্রের ১৩ বছর পরে চলচ্চিত্র রিনা ব্রাউন চলচ্চিত্র মুক্তি পায়। এই ছবিটি ১৯৭১-এর ভারত-পাকিস্তান যুদ্ধের সাথে সম্পর্কিত। [২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ টেমপ্লেট:ওয়েব উদ্ধৃতি।ইউআরএল=http://www.thedailystar.net/shameem-akhtar-26230
- ↑ "Shameem Akhtar returns after 13 years with new film Rina Brown"। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৮।