শামসউদ্দিন আহমাদ শাহ

শামসউদ্দিন আহমদ শাহ (শাসনকাল ১৪৩৩-১৪৩৬) ছিলেন বাংলার শাসক। তিনি সুলতান জালালউদ্দিন মুহাম্মদ শাহর পুত্র। পিতার মৃত্যুর পর ১৪ বছর বয়সে তিনি ক্ষমতালাভ করেন।[]

শামসউদ্দীন আহমদ শাহ
বাঙ্গালার সুলতান
রাজত্ব১৪৩৩ - ১৪৩৬
পূর্বসূরিজালালউদ্দীন মুহম্মদ শাহ
উত্তরসূরিনাসেরউদ্দীন মাহমূদ শাহ
জন্মআহমদ বিন মুহম্মদ
১৪১৯ খ্রীষ্টাব্দ
শাহী বাঙ্গালা
মৃত্যু১৪৩৬ (বয়স ১৬–১৭)
শাহী বাঙ্গালা
পূর্ণ নাম
মসনদে শাহী আল-মোজাফফর শামসউদ্দীন আহমদ
রাজবংশবনী গণেশ
পিতাজালালউদ্দীন মুহম্মদ শাহ
ধর্মসুন্নি ইসলাম

ইতিহাস

সম্পাদনা

আহমদ শাহ মাত্র ৩ বছর শাসন করেন। তার শাসনামলে অরাজক অবস্থা সৃষ্টি হয়। মুহাম্মদ কাসিম হিন্দু শাহর মতে তিনি তার পিতার উদারনীতি বজায় রাখেন এবং ন্যায়বিচার ও দানশীলতার জন্য পরিচিত ছিলেন।[] তার শাসনামলে ইবরাহিম শাহ শারকি আগ্রাসন চালান। পরবর্তীতে আহমদ শাহ দুজন ক্ষমতাশালী অভিজাত সাদি খান ও নাসির খান কর্তৃক ১৪৩৬ সালে নিহত হন।[] তার হত্যাকাণ্ডের পর সাদি খান ও নাসির খান পরস্পর বিবাদে জড়িয়ে পড়েন এবং দুজনেই ক্ষমতা হারান। ইলিয়াস শাহি রাজবংশের একজন বংশধর ১৪৩৭ সালে নাসিরউদ্দিন মাহমুদ শাহ নাম ধারণ করে সিংহাসনে বসেন।[]

 
শামসউদ্দিন আহমাদ শাহর প্রাসাদ
শামসউদ্দিন আহমাদ শাহ
পূর্বসূরী
জালালউদ্দিন মুহাম্মদ শাহ
বাংলার শাসক
১৪৩৩–১৪৩৬
উত্তরসূরী
প্রথম মাহমুদ শাহ

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. MA Taher, Shamsuddin Ahmad Shah ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ সেপ্টেম্বর ২০১১ তারিখে, Banglapedia: The National Encyclopedia of Bangladesh, Asiatic Society of Bangladesh, Dhaka, Retrieved: 2011-04-26
  2. Majumdar, R.C. (ed.) (2006). The Delhi Sultanate, Mumbai: Bharatiya Vidya Bhavan, p.211