শাবাজ
শাবাজ বা ঝুটিওয়ালা বাজ (Nisaetus cirrhatus) যা ভারতীয় ঝুটিওয়ালা বাজ নামেও পরিচিত। এটি অ্যাসিপিট্রিডে নামক গোত্রের অন্তর্ভুক্ত। এদের গণের ভেতর এরাই সবচেয়ে বেশি পরিচিত।
শাবাজ | |
---|---|
নাগরহোল জাতীয় উদ্যান, ভারত | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
অপরিচিত শ্রেণী (ঠিক করুন): | নিসায়টাস |
প্রজাতি: | টেমপ্লেট:শ্রেণীবিন্যাসবিদ্যা/নিসায়টাসন সারহেটাস |
দ্বিপদী নাম | |
টেমপ্লেট:শ্রেণীবিন্যাসবিদ্যা/নিসায়টাসন সারহেটাস (জিমেলিন, ১৭৮৮) | |
প্রতিশব্দ | |
Spizaetus cirrhatus |
বৈশিষ্ট
সম্পাদনাএরা আকারে মাঝারি ও সরু। একটি পুরুষ শাবাজ একটি স্ত্রী শাবাজের থেকে ১৮-২২ শতাংশ বড়। এদের দৈর্ঘ্য ২৮ থেকে ৩১ সেমি হয়। তবে আকার ও ওজন অঞ্চল অনুসারে ভিন্ন হয়। বাংলাদেশ ও এর আশেপাশের অঞ্চলের শাবাজদের ওজন ১৪০ থেকে ৩২০ গ্রাম হয়। এদের রঙ বাদামি হয় হয়। গায়ে কিছুটা কালো ছোপ থাকে।
আবাসস্থল
সম্পাদনাশাবাজের আবাসস্থল ভারতীয় উপমাহাদেশ সহ সারা দক্ষিণ-পূর্ব এশিয়া। বাংলাদেশের রাজশাহীতে মাঝে মাঝে শাবাজ দেখা যায় তবে তেতুলিয়াই এদের সবচেয়ে বেশি দেখা যায়। এরা বন, জলাশয়, চা বাগানের জমি বা শহরতলি সব জায়গায় থাকতে পারে।
খাদ্য
সম্পাদনাশাবাজের খাদ্যাভ্যাস বাজ পাখির মতো। এরা মাংশাসি। স্তন্যপায়ী, মেরুদন্ডি, সরিসৃপ সব ধরনের খাবার খায়। তবে বর্তমানে এদের খাদ্য সংকট দেখা দিয়েছে।
প্রজনন
সম্পাদনাশাবাজ একা থাকতে পছন্দ করলেও প্রজননের সময় জোড়ায় জোড়ায় বাস করে, অঞ্চল অনুসারে প্রজননের সময় ভিন্ন হয়। এ সময় তারা একটি নির্দিষ্ট সীমায় বাস করতে শুরু করে যাতে একে অপরকে ডাকতে সক্ষম হয়। শাবাজ সাদা উজ্জল বর্ণের ৩-৪ টি ডিম পাড়ে, ৫২-৮১ দিনের মধ্যে ডিম ফেটে নতুন বাচ্চা বের হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ BirdLife International (২০১৩)। "Nisaetus cirrhatus"। IUCN Red List of Threatened Species (ইংরেজি ভাষায়)। আইইউসিএন। 2013: e.T22732090A50443847। ডিওআই:10.2305/IUCN.UK.2013-2.RLTS.T22732090A50443847.en ।