শাপলেজা ইউনিয়ন

পিরোজপুর জেলার অন্তর্গত মঠবাড়িয়া উপজেলার একটি ইউনিয়ন

সাপলেজা বাংলাদেশের পিরোজপুর জেলার অন্তর্গত মঠবাড়িয়া উপজেলার একটি ইউনিয়ন। এ ইউনিয়নের মোট ওয়ার্ড ৯ টি । বাদুরতলী এর একটি ওয়ার্ড ।

সাপলেজা
ইউনিয়ন
৯নং শাপলেজা ইউনিয়ন পরিষদ
ডাকনাম: সাপলেজা
সাপলেজা বরিশাল বিভাগ-এ অবস্থিত
সাপলেজা
সাপলেজা
সাপলেজা বাংলাদেশ-এ অবস্থিত
সাপলেজা
সাপলেজা
বাংলাদেশে শাপলেজা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°১১′৫৬.০০০″ উত্তর ৮৯°৫৫′৩৬.০০১″ পূর্ব / ২২.১৯৮৮৮৮৮৯° উত্তর ৮৯.৯২৬৬৬৬৯৪° পূর্ব / 22.19888889; 89.92666694 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগবরিশাল বিভাগ
জেলাপিরোজপুর জেলা
উপজেলামঠবাড়িয়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
চেয়ারম্যান, মেম্বার, মহিলা মেম্বার০৯ নং ইউনিয়ন
আয়তন
 • মোট১১,৯০২ বর্গকিমি (৪,৫৯৫ বর্গমাইল)
জনসংখ্যা (বাংলাদেশের আদমশুমারি ও গৃহগণনা-২০১১)
 • মোট৩২,৪৬৯
 • ক্রমপুরুষ ১৫,৯৮৮ জন এবং মহিলা ১৬,৪৮১ জন।
 • জনঘনত্ব২.৭/বর্গকিমি (৭.১/বর্গমাইল)
 মোট পরিবার ৭,৪৬৮টি
সাক্ষরতার হারপুরুষ ৬২.৮%, মহিলা ৩৭.২%।
 • মোট৬২.৩%।
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৮৫৬৬ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রশাসনিক
বিভাগের কোড
১০ ৭৯ ৫৮ ৭৭
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

শাপলেজা ইউনিয়নের আয়তন ১১,৯০২ একর।[]

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

শাপলেজা ইউনিয়ন মঠবাড়িয়া উপজেলার আওতাধীন ৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম মঠবাড়িয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১২৯নং নির্বাচনী এলাকা পিরোজপুর-৩ এর অংশ।

সাবেক চেয়ারম্যান : জাহাঙ্গির হোসেন সেলিম জমাদ্দার

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী শাপলেজা ইউনিয়নের মোট জনসংখ্যা ৩২,৪৬৯ জন। এর মধ্যে পুরুষ ১৫,৯৮৮ জন এবং মহিলা ১৬,৪৮১ জন। মোট পরিবার ৭,৪৬৮টি।[]

শিক্ষা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী শাপলেজা ইউনিয়নের সাক্ষরতার হার ৬২.৩%।[]

ইউনিয়নটিতে বেশ কয়েকটি প্রখ্যাত বিদ্যালয় রয়েছে । সাপলেজা মডেল হাই স্কুল দক্ষিণ বাংলার একটি প্রখ্যাত বিদ্যালয় ।

এ ইউনিয়নে একটি মহাবিদ্যালয় রয়েছে ।

বাজার সমূহ

সম্পাদনা

শাপলেজা বাজার, বাবুরহাট, হাজিগঞ্জ বাজার, ফরাজির হাট, বান্ধবপাড়া বাজার, নীলপুর বাজার, বলেশ্বর বাজার

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা