সান্দ্রে ফ্রিৎজ

দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেটার
(শান্দ্রে ফ্রিৎজ থেকে পুনর্নির্দেশিত)

সান্দ্রে আলভিদা ফ্রিৎজ (জন্ম: ২১ জুলাই, ১৯৮৫) কেপ প্রদেশের কেপ টাউনে জন্মগ্রহণকারী দক্ষিণ আফ্রিকার প্রমিলা ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন তিনি। এছাড়াও জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। ‘ফ্রিৎজি’ ডাকনামে পরিচিত সান্দ্রে ফ্রিৎজ দলে মূলতঃ ব্যাটসম্যান হিসেবে ভূমিকা রাখছেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিং করে থাকেন ফ্রিৎজ।

সান্দ্রে ফ্রিৎজ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
সান্দ্রে আলভিদা ফ্রিৎজ
জন্ম (1985-07-21) ২১ জুলাই ১৯৮৫ (বয়স ৩৯)
কেপ টাউন, কেপ প্রদেশ, দক্ষিণ আফ্রিকা
ডাকনামফ্রিৎজি
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম
ভূমিকাব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক
(ক্যাপ ৩৪)
১৩ আগস্ট ২০০৩ বনাম ইংল্যান্ড
শেষ ওডিআই১৭ জানুয়ারি ২০১৪ বনাম পাকিস্তান
ওডিআই শার্ট নং১৩
টি২০আই অভিষেক
(ক্যাপ ১৭)
২২ আগস্ট ২০০৮ বনাম ইংল্যান্ড
শেষ টি২০আই৩১ মার্চ ২০১৪ বনাম নিউজিল্যান্ড
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই টি২০আই
ম্যাচ সংখ্যা ৫৯ ২৬
রানের সংখ্যা ৯৫৯ ৩৮৪
ব্যাটিং গড় ২১.৩১ ১৯.২০
১০০/৫০ ০/৫ ১/১
সর্বোচ্চ রান ৬৮ ১১৬*
বল করেছে ৭৪২ ৪২
উইকেট ২২
বোলিং গড় ২৩.০০ ৬০.০০
ইনিংসে ৫ উইকেট - -
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ৪/৩৬ ১/১২
ক্যাচ/স্ট্যাম্পিং ১৫/– ১০/–
উৎস: ক্রিকইনফো, ১৮ অক্টোবর ২০১৪

খেলোয়াড়ী জীবন

সম্পাদনা

২০০৩ সালে জাতীয় দলের সদস্য হবার পর তিনি তার সমগ্র খেলোয়াড়ী জীবনে ৫৯ ওডিআই ও ২৬টি টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অংশ নিয়েছেন। মাত্র ২১ বছর বয়সে ২০০৭ সালে জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব লাভ করেন তিনি। কিন্তু সুইমিং পুলের দূর্ঘটনায় তার পিঠ মারাত্মকভাবে আঘাতগ্রস্ত হয়। ফলে নেদারল্যান্ডসপাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত সিরিজে অংশ নিতে পারেননি তিনি। এরফলে তার পরিবর্তে ক্রি-জেলডা ব্রিটস দলকে পরিচালনা করেন।[]

সম্মাননা

সম্পাদনা

দিন্দ্রা দোতিনমেগ ল্যানিংয়ের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে টুয়েন্টি২০ আন্তর্জাতিকে সেঞ্চুরি করার কীর্তিগাথা রচনা করেন ফ্রিৎজ।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Player Profile: Shandre Fritz"Cricinfo। সংগ্রহের তারিখ ২০১০-০৪-০৩ 
  2. "Women's Twenty20 Internationals / Batting records / Most runs in an innings"ESPNcricinfo। ESPN। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৫ 

বহিঃসংযোগ

সম্পাদনা