শান্ত কালাভিতিগোদা

শ্রীলঙ্কান ক্রিকেটার

ইন্ডিকা শান্ত কুমারা কালাভিতিগোদা (সিংহলি: ශාන්ත කලවිටගොඩ; জন্ম: ২৩ ডিসেম্বর, ১৯৭৭) কলম্বো এলাকায় জন্মগ্রহণকারী সাবেক শ্রীলঙ্কান আন্তর্জাতিক ক্রিকেটার। শ্রীলঙ্কা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ২০০০-এর দশকের মাঝামাঝি সময়কালে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্যে শ্রীলঙ্কার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[][]

শান্ত কালাভিতিগোদা
ශාන්ත කලවිටිගොඩ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
ইন্ডিকা শান্ত কুমারা কালাভিতিগোদা
জন্ম (1977-12-23) ২৩ ডিসেম্বর ১৯৭৭ (বয়স ৪৭)
কলম্বো, শ্রীলঙ্কা
উচ্চতা৫ ফুট ৬ ইঞ্চি (১.৬৮ মিটার)
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনলেগ ব্রেক
ভূমিকাব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র টেস্ট
(ক্যাপ ১০১)
১১ এপ্রিল ২০০৫ বনাম নিউজিল্যান্ড
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ১২৫
রানের সংখ্যা ৬১৮০
ব্যাটিং গড় ৪.০০ ৩২.১৮
১০০/৫০ -/- ১২/২৮
সর্বোচ্চ রান ১৬৯
বল করেছে - ৮৪
উইকেট - -
বোলিং গড় - -
ইনিংসে ৫ উইকেট - -
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং - -
ক্যাচ/স্ট্যাম্পিং ২/- ১১০/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২১ জুলাই ২০২০

ঘরোয়া প্রথম-শ্রেণীর শ্রীলঙ্কান ক্রিকেটে বাসনাহিরা নর্থ, ব্লুমফিল্ড ক্রিকেট ও অ্যাথলেটিক ক্লাব, কোল্টস ক্রিকেট ক্লাব, মুরস স্পোর্টস ক্লাব, নর্থ সেন্ট্রাল প্রভিন্স, সিংহলীজ স্পোর্টস ক্লাবের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, লেগ ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন শান্ত কালাভিতিগোদা

প্রথম-শ্রেণীর ক্রিকেট

সম্পাদনা

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ১৯৯৪ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৭ দলের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটের সাথে পরিচিত হন। বিদ্যালয়ে থাকাকালে নালন্দা কলেজের পক্ষে তিনি নিয়মিতভাবে রান সংগ্রহ করতেন। তার প্রথম ক্লাব দল এসএসসির সদস্যরূপে অনূর্ধ্ব-২৩ দলের খেলায় মাহেলা জয়াবর্ধনে’র সাথে ৩৮০ রান তুলেছিলেন।

১৯৯৭-৯৮ মৌসুম থেকে ২০১৪ সাল পর্যন্ত শান্ত কালাভিতিগোদা’র প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। দুই মৌসুমে প্রথম-শ্রেণীর ক্রিকেটে ক্রমাগত রান সংগ্রহ করেছেন। আটটি শতরানের ইনিংস খেলেছিলেন তিনি। ২০০৩-০৪ মৌসুমের প্রিমিয়ার টুর্নামেন্টে সেরা ব্যাটসম্যানের মর্যাদা লাভ করেন তিনি।

২০০৪-০৫ মৌসুমে কলম্বো কোল্টস ও নর্থ ওয়েস্ট প্রভিন্সের সদস্যরূপে প্রায় আটশত রান তুলেন। এরফলে, মার্চ, ২০০৫ সালে ইংল্যান্ড এ দলের বিপক্ষে খেলার জন্যে এ দলের সদস্যরূপে অন্তর্ভুক্ত হন। এ সুযোগকে কাজে লাগিয়ে এনসিসিতে দ্বিতীয় টেস্টে ১৭৭ বল মোকাবেলান্তে লড়াকুচিত্তে ৮৩ রান তুলেন। এ ইনিংসের কল্যাণেই তাকে বড়দের দলে খেলার জন্যে মনোনীত করা

আন্তর্জাতিক ক্রিকেট

সম্পাদনা

সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন শান্ত কালাভিতিগোদা। ১১ এপ্রিল, ২০০৫ তারিখে ওয়েলিংটনে স্বাগতিক নিউজিল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এটিই তার একমাত্র টেস্টে অংশগ্রহণ ছিল। এরপর আর তাকে কোন টেস্টে অংশগ্রহণ করতে দেখা যায়নি।

২০০৪-০৫ মৌসুমে বিস্ময়করভাবে নিউজিল্যান্ড গমনার্থে তাকে শ্রীলঙ্কা দলে খেলার জন্যে আমন্ত্রণ জানানো হয়। ওয়েলিংটন টেস্টে সাত নম্বরের অস্বাচ্ছন্দ্যকর অবস্থানে তাকে খেলানো হয়। উভয় ইনিংসেই তিনি ব্যর্থতার পরিচয় দেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. List of Sri Lanka Test Cricketers
  2. "Sri Lanka – Test Batting Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০২০ 

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা