শানু লাহিড়ী

ভারতীয় চিত্রশিল্পী

তিনি কলকাতার অন্যতম উল্লেখযোগ্য মহিলা জনতা শিল্পী ছিলেন

শানু লাহিড়ী
জন্ম
শানু মজুমদার

(১৯২৮-০১-২৩)২৩ জানুয়ারি ১৯২৮
মৃত্যু১ ফেব্রুয়ারি ২০১৩(2013-02-01) (বয়স ৮৫)
কলকাতা
জাতীয়তাভারতীয়
পেশাচিত্রশিল্পী, কলা প্রশিক্ষক
পরিচিতির কারণকলকাতায় প্রকাশ্য শিল্প এবং দেওয়াল চিত্র
দাম্পত্য সঙ্গীপ্রভাত লাহিড়ী []

শানু লাহিড়ী (২৩ জানুয়ারী ১৯২৮ - ১ ফেব্রুয়ারি ২০১৩) একজন বাঙ্গালী চিত্রশিল্পী ও কলা প্রশিক্ষক ছিলেন। কলকাতা শহরটি সুন্দর করার জন্য, আগ্রাসী রাজনৈতিক দেওয়াল লিখন ঢাকতে, সমস্ত শহর জুড়ে বিস্তৃত দেওয়াল অঙ্কন শিল্প উদ্যমে, তিনি কলকাতার অন্যতম উল্লেখযোগ্য মহিলা জন-শিল্পী। [] ছিলেন।[] বাংলা সাহিত্যের অন্যতম কথাশিল্পী কমলকুমার মজুমদার এবং চিত্রশিল্পী নীরদ মজুমদার ছিলেন শানু লাহিড়ীর সহোদর ভ্রাতা।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. জানকীকুমার বন্দ্যোপাধ্যায়। চিত্রাঙ্কনে বাংলার মেয়ো। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল, কলকাতা। পৃষ্ঠা ৬২। 
  2. "Shanu Lahiri dead"The Telegraph। Calcutta, India। ২ ফেব্রুয়ারি ২০১৩। ৭ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৩ 
  3. "Noted painter Shanu Lahiri passes away"India TV। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা