শাজিয়া মির্জা

ইংল্যান্ড কৌতুকাভিনেতা


শাজিয়া মির্জা (জন্মঃ ৩ অক্টোবর ১৯৭২) হলেন পাকিস্তানি বংশোদ্ভুত ইংরেজি স্ট্যান্ড আপ কৌতুকাভিনেতা এবং সংবাদপত্রের বিভাগীয় লেখক।

শাজিয়া মির্জা
মির্জা ২০১০ সালের সেপ্টম্বরে
জন্ম (1972-10-03) ৩ অক্টোবর ১৯৭২ (বয়স ৫২)
বার্মিংহাম, পশ্চিম মিডল্যান্ড, ইংল্যান্ড
মাধ্যমস্ট্যান্ড আপ, টেলিভিশন
জাতীয়তাব্রিটিশ
কার্যকাল২০০০–বর্তমান
ধরনপর্যবেক্ষণমূলক কমেডি, বিদ্রুপত্মাক, ভাবলেশহীন, আত্মনির্ভরতা
বিষয়(সমূহ)ইসলামী হাস্যরস, ইসলামফোবিয়া, নারীবাদী, পরিবার
উল্লেখযোগ্য কাজসর্বশেষ কমেডি: মৌসুম ৬ এর সেমি-ফাইনালিস্ট
ওয়েবসাইটwww.shazia-mirza.com

প্রাথমিক জীবন

সম্পাদনা

মির্জা ইংল্যান্ডের বার্মিংহামে পরিবারের বড় মেয়ে সন্তান হিসাবে জন্মগ্রহণ করেন। তার তিনটি ভাই রয়েছে; কামরান (জন্মঃ ১৯৭০), যিনি ফিন্যান্স এ কাজ করে থাকেন, ইমরান (জন্মঃ ১৯৭৪), যিনি একটি আইটি কোম্পানিতে কাজ করেন এবং রিজওয়ান (জন্ম: ১৯৭৬), যিনি একটি ফ্রিল্যান্স ক্রীড়া সাংবাদিক হিসাবে কাজ করছেন।[][][]

মির্জার প্রাথমিক জীবনে একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। বর্তমানে তিনি একজন র্যাপার এবং গানের শিল্পী হিসেবে কাজ করছেন।[][][]

পুরস্কার এবং স্বীকৃতি

সম্পাদনা
  • ২০০৩, সংবাদপত্র দ্যা অবজারভার ব্রিটিশ কমেডিদের মধ্যে তাকে ৫০ জন কৌতুকাভিনেতাদের একজন হিসাবে তালিকাভুক্ত করেন।.[]
  • ২০০৮, পুরস্কৃত করা হয় কলামিস্ট অব দ্যা ইয়ার - পিপিএ পুরস্কার ২০০৮ তার নিবন্ধ নিউ স্টেটমেন ম্যাগাজিন।
  • মার্চ ২০০৯, যুক্তরাজ্যে ২০ জন সবচেয়ে সফল মুসলিম মহিলাদের মধ্যে একজন হিসাবে গতিশীল নারীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।[]
  • সেমি-ফাইনালিস্ট হিসেবে লাস্ট কমিক লাস্ট কমিক স্টান্ডিং মৌসুম ৬ এ প্রতিযোগিতা করেন।
  • ২০১০ এডব্লিউএ বিজয়ী; চারু ও সংস্কৃতি পুরস্কার।

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা