শাংলা জেলা (পশতু: شنګله ولسوالۍ, উর্দু: ضِلع شانگلہ‎‎) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মালকান্দ বিভাগের একটি জেলা। জেলাটি সদর দপ্তর বা রাজধানী আলপুরিতে অবস্থিত।[] এটি পূর্বে সোয়াত জেলার একটি উপবিভাগ ছিল, কিন্তু ১৯৯৫ সালের ১০ জুলাই তারিখে এটি একটি জেলায় উন্নিত করা হয়েছিল।[] জেলাটির মোট এলাকা হচ্ছে ১,৫৮৬ বর্গ কিলোমিটার।[]

শাংলা জেলা
Shangla District

شانگله
জেলা
ضلع شانگله
খাইবার পাখতুনখোয়া প্রদেশের শাংলা জেলার অবস্থান
খাইবার পাখতুনখোয়া প্রদেশের শাংলা জেলার অবস্থান
দেশপাকিস্তান
প্রদেশখাইবার পাখতুনখোয়া
রাজধানীআলপুরি
আয়তন
 • মোট১,৫৮৬ বর্গকিমি (৬১২ বর্গমাইল)
জনসংখ্যা (২০১৭)[]
 • মোট৭,৫৭,৮১০
 • জনঘনত্ব৪৮০/বর্গকিমি (১,২০০/বর্গমাইল)
সময় অঞ্চলপিএসটি (ইউটিসি+৫)
জেলা পরিষদ২৮ আসন

শাংলায় তিনটি উপবিভাগ রয়েছে:

  • আলপুরী,
  • পুরান
  • ও বেশম তহসিল।

অবস্থান

সম্পাদনা

ভৌগোলিক অবস্থান অনুযায়ী জেলাটির উত্তরে কোহিস্তান জেলা, পশ্চিমে বট্টগ্রাম জেলা এবং তরঘার জেলা, পশ্চিমে সোয়াত জেলা এবং দক্ষিণে বানার জেলা দ্বারা বেষ্টিত।[]

জনসংখ্যা

সম্পাদনা

২০১৭ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী, জেলাটির জনসংখ্যার ছিল প্রায় ৭৫৭,৮১০ জন যেটি জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে দাড়ায় ৪৮০ জন।১৯৯৮ সালের আদমশুমারি অনুসারে, জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ৪৩৫,৫৬৩ জন, যেখানে গড় বার্ষিক বৃদ্ধির হার ছিল ৩.৩% এবং জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার ছিল ২৭৪ জন।[] মোট পরিবারের সংখ্যা ছিল ৬৪,৩৯১ টি এবং পরিবারের গড় আয়তন ছিল ৮.১ টি।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "DISTRICT AND TEHSIL LEVEL POPULATION SUMMARY WITH REGION BREAKUP: KHYBER PAKHTUNKHWA" (পিডিএফ)Pakistan Bureau of Statistics। ২০১৮-০১-০৩। ২০১৮-০৪-২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-২৩ 
  2. PCO 1998, পৃ. 8।
  3. PCO 1998, পৃ. 1।
  4. PCO 1998, পৃ. 17।

গ্রন্থপঞ্জি

সম্পাদনা
  • 1998 District Census report of Shangla। Census publication। 106। Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan। ২০০০। 

টেমপ্লেট:Shangla-Union-Councils