শাঁখা
শঙ্খ থেকে তৈরি বলয়াকৃতির অলঙ্কার
শাঁখা সামুদ্রিক শঙ্খ থেকে তৈরি বলয়াকৃতির একপ্রকার অলঙ্কার।[১] সাধারণত হিন্দু বিবাহিত নারীদের হাতে এই অলঙ্কার দেখা যায়। বিবাহিত হিন্দু নারীগণ সিঁদূর, নোয়া ও পলার সাথে দুই হাতে সাদা রঙের শাঁখা ব্যবহার করেন। হিন্দু মেয়েদের বিয়ের সময় তার পিতা বা মাতা মেয়েকে একজোড়া শাঁখা দিয়ে থাকেন। বিয়ের সময় বরও কনের জন্য শাঁখা কিনে আনেন।
হিন্দু বিবাহিত নারীদের শাঁখা ব্যবহারের সাথে ধর্মীয় বিশ্বাস ও বিভিন্ন প্রচলিত প্রথা জড়িয়ে আছে। অঞ্চলভেদে এসব প্রথার ভিন্নতা দেখা যায়। অনেকের বিশ্বাস, হিন্দু বিবাহিত নারীদের স্বামীর মঙ্গল কামনায় হাতে শঙ্খ থেকে তৈরি শাঁখা পরতে হয়। কোন নারীর স্বামীর মৃত্যু হলে উক্ত নারীর হাতের শাঁখা খুলে ফেলা হয় বা ভেঙ্গে ফেলা হয়। আবার অনেক জায়গায় হিন্দু বিবাহিত নারীদের হাতে শাঁখা ব্যবহারকে অপরিহার্য বলে ধরে নেয়া হয় না।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ হাবিবা খাতুন (২০১২)। "শাঁখা"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।