শহীদ সলিমউল্লাহ রোড

ঢাকার রাস্তা

শহীদ সলিমউল্লাহ রোড ঢাকার মোহাম্মদপুর থানার একটি রাস্তা। রাস্তাটিতে আসাদ গেটের মোড় থেকে প্রবেশ করা যায় এবং টাউন হল বাজারের কাছে অবস্থিত। পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর নামানুসারে এটি প্রথমে কায়েদে আজম রোড প্রথমে নামকরণ করা হয় যা ১৯৭২ সালে আওয়ামী লীগছাত্রলীগ পরিবর্তন করে এবং নতুন নামটি বাংলাদেশ সরকার স্বীকৃতি প্রদান করে।[]

শহীদ সলিমউল্লাহ রোড
পূর্ব নামকায়েদে আজম রোড
ধরনরাস্তা
রক্ষণাবেক্ষণকারীঢাকা উত্তর সিটি কর্পোরেশন
অবস্থানমোহাম্মদপুর থানা, ঢাকা, বাংলাদেশ
স্থানাঙ্ক২৩°৪৫′৪০″ উত্তর ৯০°২১′৪৯″ পূর্ব / ২৩.৭৬১১০৯৮° উত্তর ৯০.৩৬৩৫৪২১° পূর্ব / 23.7611098; 90.3635421
উত্তরতাজমহল রোড
দক্ষিণআসাদ অ্যাভিনিউ
অন্যান্য
যে জন্য পরিচিতস্ট্রিট ফুড
অবস্থাসক্রিয়

মুহাজির অধ্যুষিত মোহাম্মদপুরে বসবাসকারী বাঙালি সমাজকর্মী সলিমউল্লাহর নামে এর নামকরণ করা হয়েছে। তিনি বাংলাদেশের স্বাধীনতার সমর্থক ছিলেন যিনি ২৫ মার্চ ১৯৭১ সালে অপারেশন সার্চলাইটের পর জাতিগত দাঙ্গার সময় নিহত হয়েছিলেন।[] তবে এর উৎপত্তি সম্পর্কে মানুষের বিভ্রান্তি রয়েছে এবং তারা মনে করেন যে এটি ঢাকার নবাব খাজা সলিমুল্লাহর নামে নামকরণ করা হয়েছে।[] এটি সেলিম কাবাব ঘর নামক রেস্তোরাঁর জন্য জনপ্রিয় ছিল এবং বর্তমানে এটি একটি ফুড স্ট্রিট।[] রাস্তার পাশে একটি খেলার মাঠ আছে।[] এটি স্ট্রিট ফুডের জন্য বিশেষত চাপ মগজের পদের জন্য পরিচিত।[] লুচি, হালিম, ঝালমুড়ি, স্যুপ, চা, আচার এখানকার জনপ্রিয় স্ট্রিট ফুড।[][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ঢাকার বুকে বিস্মৃতির আড়ালে শহীদ সলিমুল্লাহ"সমকাল। ১১ ডিসেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২৪ 
  2. "Behind the name: The legacy of Shaheed Salim Ullah Road"ঢাকা ট্রিবিউন। ২৬ মার্চ ২০২৪। 
  3. "স্যার সলিমুল্লাহর পরিচিতির আড়ালে চাপা শহীদ সলিম উল্লাহর নাম"বিডিনিউজ২৪.কম। ২৫ মার্চ ২০২৩। 
  4. "স্ট্রিট ফুডের জন্য ঢাকার যে জায়গাগুলো এখন বিখ্যাত"প্রথম আলো। ৩০ জানুয়ারি ২০২৪। 
  5. "মোহাম্মদপুরে খেলার মাঠ দখল করে মেলা"যুগান্তর। ২২ ফেব্রুয়ারি ২০২৪। 
  6. "সলিমুল্লাহ রোডের চাপ-মগজ"ঢাকা ট্রিবিউন। ২৭ এপ্রিল ২০২৩। 
  7. "সলিমুল্লাহ রোডের হালিম-স্যুপ-কাবাব"প্রথম আলো। ৯ ডিসেম্বর ২০১৬। 
  8. "টক দেওয়া ঝালমুড়ি!"বাংলা ট্রিবিউন। ১২ জুলাই ২০১৭।