শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুল
শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুল একটি বাংলাদেশী বিদ্যালয়, যা বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়ন–১, রাজশাহী সেক্টর হেডকোয়ার্টারে অবস্থিত। যদিও এটি মূলত বর্ডার গার্ড বাংলাদেশ (পূর্ববর্তী বাংলাদেশ রাইফেলস) সদস্যদের সন্তানদের শিক্ষা নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, তবে এখানে সাধারণ শিক্ষার্থীরাও পড়াশোনা করতে পারে।[৩]
শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুল বিজিবি স্কুল রাজশাহী | |
---|---|
অবস্থান | |
সেক্টর সদর দপ্তর, বিজিবি , ৬২০৩ | |
স্থানাঙ্ক | ২৪°২৩′০৮″ উত্তর ৮৮°৩৬′৪২″ পূর্ব / ২৪.৩৮৫৫৭৯৭° উত্তর ৮৮.৬১১৭৯৪৯° পূর্ব |
তথ্য | |
বিদ্যালয়ের ধরন | স্বায়ত্তশাসিত প্রাথমিক বিদ্যালয় সংযুক্ত উচ্চ বিদ্যালয় |
নীতিবাক্য | সুশিক্ষিত জনই সুবিবেচক |
প্রতিষ্ঠাকাল | ২০১০ |
বিদ্যালয় বোর্ড | রাজশাহী শিক্ষা বোর্ড |
বিদ্যালয় জেলা | রাজশাহী |
কর্তৃপক্ষ | Border Guard Bangladesh |
ইআইআইএন | ১৩৬৭৪৩ |
চেয়ারম্যান | কর্নেল ইমরান ইবনে এ রউফ [১] |
ভাইস চেয়ারম্যান | লেফটেন্যান্ট কর্নেল মো. মতিউল ইসলাম[১] |
প্রধান শিক্ষক | মো. আলতাফ হোসেন [১] |
শ্রেণি | নার্সারি থেকে এসএসসি |
লিঙ্গ | ছেলে ও মেয়ে |
ভর্তি | ১৫০০ জন |
ভাষা | বাংলা |
ক্যাম্পাস | সেক্টর সদর দপ্তর, বিজিবি, রাজশাহী |
শিক্ষায়তন | ২.৫০ একর |
হাউস | ম্যারুন, নীল, সবুজ, লাল |
রং | সাদা ছাই ধূসর |
ডাকনাম | BGBPS |
জাতীয় র্যাঙ্কিং | ৪৯৩ তম[২] |
প্রকাশনা | প্রত্যাশা (২০১৮) |
অন্তর্ভুক্তি | বর্ডার গার্ড বাংলাদেশ |
ওয়েবসাইট | https://www.bgbschoolraj.edu.bd |
ইতিহাস
সম্পাদনা২০০৯ সালের ২৫–২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের বর্বর হত্যাকাণ্ডে শহীদ হন কর্নেল কাজী এমদাদুল হক, পিএসসি, যখন তিনি রাজশাহী সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। উনার স্মৃতিচারণে বিদ্যালয়টি ২০১০ সালের ১ জুন প্রতিষ্ঠিত হয়। এই স্কুলের ভিত্তি স্থাপন করেন প্রাক্তন ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম, এনডিসি, পিএসসি, বাংলাদেশ রাইফেলস। ২০১১ সাল থেকে শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুল নির্দিষ্ট কেন্দ্রীয় বর্ডার গার্ড বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা নীতিমালা ও বিধিমালা অনুযায়ী পরিচালিত হয়, যা বাংলাদেশ সরকারের দ্বারা প্রণীত আইনসমূহের সাথে সমন্বিত।[৪]
বিবরণ
সম্পাদনাশুরু হয়েছিল মাত্র ৭টি কক্ষে, ১১ জন শিক্ষক-কর্মচারী এবং ২৫৬ জন ছাত্র-ছাত্রী নিয়ে। বর্তমানে, বিদ্যালয়টির মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় ১৫০০, শিক্ষক ও কর্মচারীর সংখ্যা ৫৫ জন, এবং মোট কক্ষের সংখ্যা ৩৪।[৪]
অতিরিক্ত পাঠক্রমিক কার্যক্রম
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ https://www.bgbschoolraj.edu.bd/
- ↑ https://www.sohopathi.com/shaheed-colonel-kazi-emdadul-haque-public-school/
- ↑ "Shaheed Colonel Kazi Emdadul Haque Public School Information" (Bengali ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-১১-২১।
- ↑ ক খ "About Us – BGB School Rajshahi"।
- ↑ "রাজশাহী বিজিবি স্কুল অপরাজিত চ্যাম্পিয়ন"। dailydeshtottoh (Bengali ভাষায়)। ২০২৩-০৯-১২। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-১৭।