শহীদা বাদশাহ পাকিস্তান সেনাবাহিনীর একজন জেনারেল ছিলেন। তিনি রাওয়ালপিন্ডির আর্মি মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ছিলেন। তার পিতাও পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। শহীদা বাদশাহ হিলাল-ই-ইমতিয়াজ (সামরিক) পদকে ভূষিত হয়েছিলেন। ১৯৭৭ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীর মেডিক্যাল কোরে কমিশন লাভ করেন।[] ২০১৩ সালে তিনি মেজর জেনারেল হিসেবে অবসর প্রাপ্ত হন।

মেজর জেনারেল
শহীদা বাদশাহ
হিলাল-ই-ইমতিয়াজ (সামরিক)[]
প্রিন্সিপাল, আর্মি মেডিক্যাল কলেজ, রাওয়ালপিন্ডি[]
সামরিক পরিষেবা
আনুগত্যপাকিস্তান পাকিস্তান
শাখাপাকিস্তান সেনাবাহিনী
কাজের মেয়াদ১৯৭৭-২০১৩
পদমেজর জেনারেল
ইউনিটআর্মি মেডিক্যাল কোর

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Amcolians Alumni Association: Site"। Aaa.org.pk। ২০১২-০৭-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৮-১৩ 
  2. "Celebrating sisters in arms"tribune.com.pk। ৭ সেপ্টেম্বর ২০১৫।