শর্শদি ইউনিয়ন
শর্শদি বাংলাদেশের ফেনী জেলার অন্তর্গত ফেনী সদর উপজেলার একটি ইউনিয়ন।
শর্শদি | |
---|---|
ইউনিয়ন | |
১নং শর্শদি ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে শর্শদি ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°২′৫৮″ উত্তর ৯১°২০′১৯″ পূর্ব / ২৩.০৪৯৪৪° উত্তর ৯১.৩৩৮৬১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ফেনী জেলা |
উপজেলা | ফেনী সদর উপজেলা |
আয়তন | |
• মোট | ২২.১৮ বর্গকিমি (৮.৫৬ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৩৯,০৮৭ |
• জনঘনত্ব | ১,৮০০/বর্গকিমি (৪,৬০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৮.০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৯০২ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাশর্শদি ইউনিয়নের আয়তন ২২.১৮ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী শর্শদি ইউনিয়নের জনসংখ্যা ৩৯,০৮৭ জন।
অবস্থান ও সীমানা
সম্পাদনাফেনী সদর উপজেলার উত্তর-পশ্চিমাংশে শর্শদি ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে ধর্মপুর ইউনিয়ন, দক্ষিণ-পূর্বে ফেনী পৌরসভা, দক্ষিণে পাঁচগাছিয়া ইউনিয়ন, পশ্চিমে দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়ন এবং উত্তরে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাশর্শদি ইউনিয়ন ফেনী সদর উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ফেনী সদর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৬নং নির্বাচনী এলাকা ফেনী-২ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- জেরকাছাড়
- চোছনা
- দক্ষিণ আবুপুর
- দক্ষিণ খানেবাড়ি
- দাড়িপত্তি
- দারখী
- দেবীপুর
- ফতেহপুর
- গজারিয়া কান্দি
- ঘাগড়া
- জাহানপুর
- কুমিরা
- নোয়াবাদ
- নতুন খানেবাড়ি
- রামপুর
- রাস্তারখীল
- সফিয়াবাদ
- শর্শদি
- সিন্দুয়া
- সুন্দরপুর
- উত্তর খানেবাড়ি
- আবুপুর
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী শর্শদি ইউনিয়নের স্বাক্ষরতার হার ৫৮.০%।[১] এ ইউনিয়নে ৪টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাপ্রাথমিক বিদ্যালয়[২]
- [[শর্শদি ইসলামিয়া দারুল উলুম মাদরাসা]]
- সানিডেল প্রিপারেটরী এন্ড হাই স্কুল
- উত্তর খানেবাড়ী রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- জেরকাছাড় রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- শর্শদি হাসমত আরা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- নোয়াবাদ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- রাস্তারখীল তৈয়াবের নেছা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- আবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মোহাম্মদ আলী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জেরকাছাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ঘাগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শর্শদি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ফতেহপুর ইসলামিয়া মাদরাসা।
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনাসাবেক ঢাকা সংবাদদাতা, ভয়েস অফ আমেরিকা।
সাবেক বিচারপতি, আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
কবি
সঙ্গীত শিল্পী
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে বাস, ট্যাক্সি, মোটর সাইকেল ও রিক্সা যোগে শর্শদি যাতায়াত করা যায়।
খাল ও নদী
সম্পাদনাখাল ও নদীর তালিকা[৩]
- বুড়িরদোনা খাল
- সূর্যমূখী খাল
- মার্টিন খাল
হাট-বাজার
সম্পাদনাহাট-বাজারের তালিকা[৪]
- মোহাম্মদ আলী বাজার
- শর্শদি বাজার
দর্শনীয় স্থান
সম্পাদনা- শর্শদি শাহী মসজিদ
- মোহাম্মদ আলী চৌধুরী মসজিদ
- শর্শদি পরীর দীঘি
জনপ্রতিনিধি
সম্পাদনা১।জনাব জানে আলম ভূইঁয়া, চেয়ারম্যান ২।জনাব গিয়াস উদ্দিন সাগর, মেম্বার। ৩।জনাব মোঃ খোকন, ইউনিয়ন কর
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "কমিউনিটি সিরিজ (ফেনী), বিবিএস" (পিডিএফ)। bbs.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১।
- ↑ "প্রাথমিক বিদ্যালয়সমূহ, শর্শদি ইউনিয়ন"। dpe.gov.bd। ২০২২-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১।
- ↑ "খাল ও নদী, শর্শদি ইউনিয়ন"। amishaparaup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১।
- ↑ "হাট-বাজারের তালিকা, শর্শদি ইউনিয়ন"। sarishadiup.noakhali.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১০-০১।
বহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |