শর্মিলী (১৯৭১-এর চলচ্চিত্র)
হিন্দি ভাষার চলচ্চিত্র
শর্মিলী (হিন্দি: शर्मीली) হচ্ছে ১৯৭১ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি চলচ্চিত্র। সমির গঙ্গোপাধ্যায়ের পরিচালনা এবং সুবোধ মুখোপাধ্যায়ের প্রযোজনায় চলচ্চিত্রটির নায়ক-নায়িকা ছিলেন শশী কাপুর এবং রাখী; রাখী দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন।
শর্মিলী | |
---|---|
পরিচালক | সমির গঙ্গোপাধ্যায় |
প্রযোজক | সুবোধ মুখোপাধ্যায় |
রচয়িতা | গুলশান নন্দা (গল্প) |
শ্রেষ্ঠাংশে | শশী কাপুর রাখী |
সুরকার | শচীন দেব বর্মণ |
চিত্রগ্রাহক | এন. ভি. শ্রীনিবাস |
সম্পাদক | ভি. কে. নায়েক |
মুক্তি | ১৯৭১ |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
অভিনয়ে
সম্পাদনা- শশী কাপুর - সেনা ক্যাপ্টেন অজিত
- রাখী - কামিনী/কাঞ্চন (দ্বৈত ভূমিকা)
- ইফতেখার
- জয়শ্রী তালপাদে - রেশমি উজালা হ্যায় গানে আবির্ভাব
গানের তালিকা
সম্পাদনাশচীন দেব বর্মণের সুর করা গানগুলো তুমুল জনপ্রিয়তা পেয়েছিলো; কিশোর কুমারের গাওয়া 'ও মেরি শর্মিলী' এবং 'খিলতে হ্যায় গুল ইয়াহাঁ' গানদুটি ছিলো সবচেয়ে জনপ্রিয়।[১][২]
# | গান | কণ্ঠশিল্পী(গণ) |
---|---|---|
১ | "মেঘা ছায়ে আধি রাত" | লতা মঙ্গেশকর |
২ | "রেশমি উজালা হ্যায় মখমলি আন্ধেরা" | আশা ভোসলে |
৩ | "আজ মদহোশ হুয়া জায়ে রে" | কিশোর কুমার, লতা মঙ্গেশকর |
৪ | "ক্যাসে কাহে হাম" | কিশোর কুমার |
৫ | "খিলতে হ্যায় গুল ইয়াহাঁ" (পুরুষ) | কিশোর কুমার |
৬ | "ও মেরি শর্মিলী" | কিশোর কুমার |
৭ | "খিলতে হ্যায় গুল ইয়াহাঁ" (নারী) | লতা মঙ্গেশকর |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Rohit Mahajan (৪ আগস্ট ২০২০)। "Kishore Kumar, whose 91st birthday falls today, eclipsed even his greatest contemporaries in Bollywood"। tribuneindia.com।
- ↑ Manash Firaq Bhattacharjee (৪ আগস্ট ২০১৯)। "Kishore Kumar was the Mood of a Generation"। thewire.in।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে শর্মিলী (ইংরেজি)