শরীয়তপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল

শরীয়তপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল বাংলাদেশের ঢাকা বিভাগের শরীয়তপুর জেলায় অবস্থিত একটি স্বায়ত্তশাসিত চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান। এটি ২০০৬ সালে ৮ মে প্রতিষ্ঠিত হয় যা বর্তমানে বাংলাদেশের হোমিওপ্যাথিতে অন্যতম চিকিৎসাবিজ্ঞান বিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠান। শরীয়তপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালটি বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড কর্তৃক অনু‌মো‌দিত । এখানে ৪ বছর মেয়াদি ডিএইচএমএস কোর্স ৬ মাস ইন্টার্নীসহ প্রতি বছর ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়।

শরীয়তপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল
শরীয়তপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ভবন
নীতিবাক্য"সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার"
ধরনস্বায়ত্বশাসিত মেডিকেল কলেজ
স্থাপিত২০০৬ (2006)
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড
অধ্যক্ষডাঃ মোহাম্মদ বদরুল হায়দার
স্নাতকডিএইচএমএস
অবস্থান,
শিক্ষাঙ্গনউপ‌জেলা শহর
সংক্ষিপ্ত নামশহোমেকহা/এসএইচএমসিএইচ
ওয়েবসাইটwww.homoeopathicboardbd.org

শরীয়তপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবন শরীয়তপুরের বিনোদন খ্যাত কেন্দ্রস্থল নড়িয়া থানার কলুকাঠি গ্রামে মডার্ন ফ্যান্টাসি কিংডমের পার্শ্বে অবস্থিত।

অনুষদ এবং বিভাগ

সম্পাদনা

ডিপ্লোমা

  • ডিএইচএমএস (ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি)

বিভাগ

  • অর্গানন অব মেডিসিন বিভাগ
  • হোমিও ফার্মেসী বিভাগ
  • মেটিরিয়া মেডিকা বিভাগ
  • প্যাথলজি বিভাগ
  • প্র্যাকটিস অব মেডিসিন বিভাগ
  • ক্রনিক ডিজিজ বিভাগ
  • রেপার্টরী বিভাগ
  • গাইনী ও অবস্ বিভাগ
  • পদার্থ-রসায়ন ও জীববিদ্যা বিভাগ
  • আ্যনাটমি বিভাগ
  • ফিজিওলজি বিভাগ
  • ফিলোসফি ও হোমিওনিয়মনীতি বিভাগ
  • কমিউনিটি মেডিসিন বিভাগ

মেডিকেল কলেজ ভবন

সম্পাদনা

শরীয়তপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজটি ৪ তলা বিশিষ্ট ভবনে অবস্থিত। ভবনের নীচতলায় বহি:বিভাগ, ২য় তলায় প্রশাসনিক অফিস ও ৪র্থ তলায় ক্লাসরুম অবস্থিত। এছাড়া ভবনটিতেও ৩য় তলায় একটি অডিটোরিয়াম রয়েছে। যেখানে একসাথে ২৫০ জন লোকের ব্যবস্থা রয়েছে।

চিকিৎসা সেবা

সম্পাদনা

মেডিকেল কলেজ উন্নত শিক্ষার পাশাপাশি মানসম্মত চিকিৎসা সেবা প্রদান করে থাকে।

সুযোগ-সুবিধা

সম্পাদনা
  • গ্রন্থাগার

কলেজ ভবন কমপ্লেক্সের তৃতীয় তলায় গ্রন্থাগার অবস্থিত। ৫০ জন ধারণ ক্ষমতা বিশিষ্ট এই গ্রন্থাগারটি প্রতি কর্ম দিবসে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সচল থাকে। গ্রন্থাগারটিতে বিভিন্ন বিষয়ে এক হাজারের বেশি বই রয়েছে।

অধ্যক্ষ

সম্পাদনা

শুরু থেকেই অদ্যাবধি যাঁরা শরীয়তপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে অধ্যক্ষের গুরুদায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:

নাম্বার নাম মেয়াদ কাল
০১ ডাঃ আলমগীর মতি মে ২০০৬ - ফেব্রুয়ারী ২০২০
০২ ডাঃ মোহাম্মদ বদরুল হায়দার মার্চ ২০২০- চলতি

তথ্যসূত্র

সম্পাদনা

১, Bangladesh Homeopathic Board