শমশেরনগর ইউনিয়ন
শমশেরনগর ইউনিয়ন বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন।[১][২]
শমশেরনগর | |
---|---|
ইউনিয়ন | |
৪নং শমশেরনগর ইউনিয়ন পরিষদ। | |
বাংলাদেশে শমশেরনগর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°২২′২২.০০১″ উত্তর ৯১°৫৪′২৭.০০০″ পূর্ব / ২৪.৩৭২৭৭৮০৬° উত্তর ৯১.৯০৭৫০০০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | মৌলভীবাজার জেলা |
উপজেলা | কমলগঞ্জ উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | জুয়েল আহমদ |
আয়তন | |
• মোট | ৩২.২৮ বর্গকিমি (১২.৪৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী) | |
• মোট | ৩৩,২৩১ |
• জনঘনত্ব | ১,০০০/বর্গকিমি (২,৭০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৫৮ ৫৬ ৮৫ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও সীমানা
সম্পাদনাকমলগঞ্জ উপজেলা থেকে শমশেরনগর ইউনিয়ন পরিষদের দূরত্ব ৭ কিলোমিটার।
ইতিহাস
সম্পাদনা১৯৫৮ সালে আইয়ুব খান এর মৌলিক গণতন্ত্র নীতির আলোকে পাকিস্তান জাতীয় ও প্রাদেশিক পরিষদের প্রাক্তন সদস্য, দানশীল ব্যক্তিত্ব মো. কেরামত আলীর পরামর্শক্রমে ও পাকিস্তান জাতীয় পরিষদের প্রাক্তন সদস্য মোহাম্মদ মুহিবুর রহমান এর পরিকল্পনামতে শমশেরনগর ইউনিয়ন এর সীমানা নির্ধারিত হয়।
প্রশাসনিক এলাকা
সম্পাদনাগ্রাম সমূহ:
সম্পাদনাকৃষ্ণপুর, কেছুলুটি, কানিহাটি চা বাগান, গোবিন্দপুর, ঘোষপুর, শমশেরনগর, ডবলছড়া চা বাগান, দূগার্পুর, দৌলতপুর, দেওছড়া চা বাগান, নরসিংহপুর, নিত্যানন্দপুর, বৈদ্যনাথপুর, বড়চেগ, ভরতপুর, ভাদাইর দেউল, ভাগীছড়া চা বাগান, মরাজানের পার, রঘুনাথপুর, রাধানগর, শংকরপুর, শমশেরনগর চা বাগান, শিংরাউলী, সুনছড়া চা বাগান, সোনাপুর, সারঙ্গপুর, সতিঝির গ্রাম, হাজীনগর, হরিপুর।
আয়তন ও জনসংখ্যা
সম্পাদনাশমশেরনগর ইউনিয়নের আয়তন ৩২.২৮ বর্গ কিলোমিটার এবং ২০১১-এর আদমশুমারী অনুযায়ী মোট জনসংখ্যা ৩৩,২৩১ জন।
শিক্ষা
সম্পাদনাশিক্ষার হার: ৫০.৬%।
শিক্ষাপ্রতিষ্ঠান
সম্পাদনা- সরকারি প্রাথমিক বিদ্যালয়- ৮টি
- বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়- ৫টি
- উচ্চ বিদ্যালয়- ৩টি
- কলেজ- ২টি
- মাদ্রাসা- ৪টি
- কস্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র- ২টি
উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান
সম্পাদনাদর্শনীয় স্থান
সম্পাদনাজনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান চেয়ারম্যান- জুয়েল আহমদ।
ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | শাহ আলম সরকার | ১০ ফেব্রুয়ারি ১৯৯৮–৯ ফেব্রুয়ারি ২০১০ |
০২ | তৈয়ব আলী | ১৯৮৩–১৯৮৮ |
০৩ | মোঃ মাজেদুল ইসলাম সরকার | ১৯৮৮–১৯৯৩ |
০৪ | কফিল উদ্দিন | ১৯৯৩–১৯৯৮ |
০৫ | ||
০৬ | জুয়েল আহমদ | ৯ আগস্ট ২০১১–বর্তমান |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "শমসেরনগর ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "কমলগঞ্জ উপজেলা"। বাংলাপিডিয়া। ৩ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "চা বাগান ঘেরা শমশেরনগর"। Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২৯।
- ↑ Sangbad, Protidiner। "আবর্জনায় ভরপুর শমশেরনগর বধ্যভূমি"। Protidiner Sangbad। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২৯।
- ↑ Rasel, Razib (২০২৩-০২-২২)। "ফের চালু হচ্ছে শমশেরনগর বিমানবন্দর" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২৯।
- ↑ "ঘুরে আসুন শমশেরনগর গলফ গ্রাউন্ডে"। NTV Online (ইংরেজি ভাষায়)। ২০২০-০৩-০৭। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২৯।
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |