শব্দনিনাদ

শব্দের চেয়ে দ্রুত গতিবেগে চলমান বস্তুর দ্বারা সৃষ্ট প্রচণ্ড ঘাতবিশিষ্ট শব্দতরঙ্গ

শব্দনিনাদ (ইংরেজি: Sonic boom সনিক বুম) বলতে সাধারণত শব্দের বেগের কাছাকাছি বা তারও বেশি বেগের আকাশযানের চলনের ফলে সৃষ্ট ঘাত-তরঙ্গ (shock wave) যে বিপুল পরিমাণ শব্দ উৎপাদন করে তাকে বোঝায়। এটি শুনতে অনেকটা বাজ পড়ার শব্দের মত শোনায়। ঘাত-তরঙ্গের প্রতি বর্গমিটারে ১৬৭ মেগাওয়াট ক্ষমতা (শক্তি) নিঃসরণ করতে পারে এবং এর শব্দের তীব্রতা ২০০ ডেসিবেল ছাড়িয়ে যেতে পারে।[] বজ্রনিনাদ এক ধরনের প্রাকৃতিক শব্দনিনাদ, যা বজ্রপাতের সময় বায়ুর হঠাৎ উত্তপ্ত প্রসারণের ফলে তৈরি হয়।

শব্দের দ্বিগুণ গতিবেগে ধাবমান উড়োজাহাজের স্রৃষ্ট সনিক বুম। যখন ঘাত-তরঙ্গের কোণকের সীমা পর্যবেক্ষককে অতিক্রম করে, তখন তিনি বুমটি শুনতে পান।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Skilling, Tom (সেপ্টেম্বর ২০, ২০০১)। "Dear Tom,Are thunder decibel levels ever recorded?..."Chicago Tribune। সংগ্রহের তারিখ ২০২২-১১-৩০