শবনম মুশতারী
শবনম মুশতারী হলেন একজন স্বনামধন্য বাংলাদেশী নজরুল সঙ্গীত শিল্পী। সঙ্গীতে অবদানের জন্য তিনি ১৯৯৭ সালে বাংলাদেশ সরকার প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদকে ভূষিত হন।[১] এছাড়া ২০১৫ সালে তিনি নজরুল পদক লাভ করেন।[২]
শবনম মুশতারী | |
---|---|
জন্ম | ২৫ অক্টোবর |
জাতীয়তা | বাংলাদেশী |
অন্যান্য নাম | রাকা |
মাতৃশিক্ষায়তন | ঢাকা বিশ্ববিদ্যালয় |
পেশা | সঙ্গীত শিল্পী |
পরিচিতির কারণ | নজরুল সঙ্গীত |
উল্লেখযোগ্য কর্ম | লাইলী তোমার এসেছে ফিরিয়া মজনু গো আঁখি খোলো |
পিতা-মাতা | তালিম হোসেন (পিতা) বেগম মাফরুহা চৌধুরী (মাতা) |
আত্মীয় | ইয়াসমিন মুশতারী (বোন) পারভীন মুশতারী (বোন) শাহরিয়ার চৌধুরী (ভাই) হাসনাইন চৌধুরী (ভাই) |
পুরস্কার | একুশে পদক (১৯৯৭) |
প্রাথমিক জীবন
সম্পাদনাশবনমের জন্ম নওগাঁয়।[৩] তার পিতা তালিম হোসেন ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম কবি এবং মাতা বেগম মাফরুহা চৌধুরী ছিলেন দৈনিক বাংলা পত্রিকার মহিলা বিষয়ক পাতার সম্পাদিকা, কথাসাহিত্যিক ও সাংবাদিক। তার ছোট দুই বোন ইয়াসমিন মুশতারী ও পারভীন মুশতারীও নজরুল সঙ্গীত শিল্পী এবং দুই ভাই শাহরিয়ার চৌধুরী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও হাসনাইন চৌধুরী বিমানের ক্যাপ্টেন।[৪]
সঙ্গীত জীবন
সম্পাদনাশবনম ১৯৬০ এর দশকে নজরুল সঙ্গীত চর্চা শুরু করেন।[৫] তার গাওয়া কয়েকটি জনপ্রিয় নজরুল সঙ্গীত হল "লাইলী তোমার এসেছে ফিরিয়া", "পিয়া পিয়া পিয়া", "আমায় নহে গো ভালোবাস", "মনে পড়ে আজ", "তুমি শুনিতে চেয়ো না", "সবার কথা কইলে"। এইচএমভি তার "লাইলি তোমার এসেছে ফিরিয়া" লং প্লে প্রকাশ করে। এই লং প্লেটি আমেরিকান লাইব্রেরি অফ কংগ্রেসের সাউন্ড সেকশন সংরক্ষণ করে রেখেছে। নিউ ইয়র্ক থেকে মুক্তধারা তার গানের অ্যালবাম বেস্ট অব শবনম মুশতারী প্রকাশ করে। এছাড়া তার আরও দুটি গানের অ্যালবাম হল প্রিয় কবির প্রিয় গান ও প্রিয় এমন রাত।[৪]
তিনি প্রতি বছর অনিয়মিতভাবে 'কবি তালিম হোসেন ট্রাস্ট' থেকে কয়েকজন শিক্ষার্থীকে নজরুল সঙ্গীতের তালিম দিয়ে থাকেন।[৬]
সঙ্গীত পরিবেশনা
সম্পাদনা২০১৪ সালের জুন মাসে সাংস্কৃতিক সংগঠন 'আমরা সূর্যমুখী' বাংলাদেশ জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল অডিটরিয়ামে শবনম মুশতারীর একক সঙ্গীতানুষ্ঠান 'ফিরিয়া এসো, এসো হে ফিরে'র আয়জন করে। তিনি সেখানে নজরুল সঙ্গীত পরিবেশনা করেন।[৭]
অ্যালবামের তালিকা
সম্পাদনা- লাইলি তোমার এসেছে ফিরিয়া, লং প্লে, প্রকাশক এইচএমভি।
- বেস্ট অব শবনম মুশতারী, প্রকাশক মুক্তধারা, নিউ ইয়র্ক।
- প্রিয় কবির প্রিয় গান
- প্রিয় এমন রাত
পুরস্কার ও সম্মাননা
সম্পাদনা- সঙ্গীতে অবদানের জন্য একুশে পদক, ১৯৯৭
- নজরুল পুরস্কার, ২০১৫[৮]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "'শ্রোতারা আমাকে ভালোবাসেন'"। চ্যানেল আই অনলাইন। ২০১৫-০৫-২৩। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২১।
- ↑ "শ্রদ্ধা-ভালোবাসায় নজরুল স্মরণ : পদক পেলেন সিরাজুল ইসলাম চৌধুরী ও শবনম মুশতারী"। ভোরের কাগজ। ২৮ আগস্ট ২০১৫। ২৩ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৭।
- ↑ "বদলগাছী সমিতির গুণীজন সম্মাননা"। jagonews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২১।
- ↑ ক খ বিউটি, রওশন আরা (২৭ নভেম্বর ২০১৪)। "স্বনামধন্য কণ্ঠশিল্পী শবনম মুশতারী"। দৈনিক আজাদী। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Celebrating 105th anniversary of our National Poet Kazi Nazrul Islam: 'Artistes should conceive the true meaning of a song'--Shabnam"। দ্য ডেইলি স্টার। ২৫ মে ২০০৪। ৫ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৭।
- ↑ "Good songs have sense of the literary Shabnam Mushtari"। দ্য ডেইলি স্টার। ২৩ নভেম্বর ২০০৮। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৭।
- ↑ "Shabnam Mushtari's solo musical at National Museum"। দ্য ডেইলি স্টার। ৮ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৭।
- ↑ "নজরুল পুরস্কার পেলেন সিরাজুল ইসলাম চৌধুরী ও শবনম মুশতারী"। দ্য রিপোর্ট। ২৭ আগস্ট ২০১৫। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৭।