শফিক উল্লাহ
মাস্টার সফিক উল্লাহ বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার রাজনীতিবিদ যিনি তৎকালীন নোয়াখালী-১২ (বর্তমান লক্ষ্মীপুর-৩) আসনের সংসদ সদস্য ছিলেন।[১][২]
মাস্টার সফিক উল্লাহ | |
---|---|
![]() | |
নোয়াখালী-১২ আসনের সংসদ সদস্য (বর্তমান লক্ষ্মীপুর-৩) | |
কাজের মেয়াদ ১৯৭৯ – ১৯৮২ | |
পূর্বসূরী | আব্দুল মালেক উকিল |
উত্তরসূরী | মোহাম্মদ উল্লাহ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | মোহাম্মদ সফিক উল্লাহ লক্ষ্মীপুর |
রাজনৈতিক দল | বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামীক ডেমোক্রেটিক লীগ |
প্রাথমিক জীবন
সম্পাদনাশফিক উল্লাহ লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন।[২] তিনি বিএ এবং বিএড ডিগ্রী অর্জন করেন।[৩]
রাজনৈতিক জীবন
সম্পাদনাশফিক উল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ছিলেন।১৯৬৪ সনের ৬ই জানুয়ারি আইয়ুব সরকার জামায়াতে ইসলামীকে বেআইনী ঘোষণা করে। আমীরে জামায়াত সহ মোট ৬০ জন শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয়। বন্দিদের মধ্যে অন্যতম ছিলেন মাস্টার শফিকুল্লাহ। একই বছরের ৯ অক্টোবর সবাই মুক্তি পান।
তিনি ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর হয়ে ইসলামীক ডেমোক্রেটিক লীগের প্রার্থী হিসেবে তৎকালীন নোয়াখালী-১২ (বর্তমান লক্ষ্মীপুর-৩) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[১][৩][৪] ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর-৩ আসন থেকে তিনি পরাজিত হয়েছিলেন।[৫] কর্মজীবনে তিনি লক্ষ্মীপুর জেলার ঐতিহ্যবাহী ও প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্মীপুর সামাদ একাডেমির প্রধান শিক্ষক ছিলেন।
সামাজিক অবদান : তিনি ১৯৮২ সালে নিজ বাড়ির সামনে দারুল আমান একাডেমি মাদ্রাসা ও দারুল আমান ইয়াতিমখানা প্রতিষ্ঠা করেন। মাদ্রাসাটিতে আলিম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়।
তিনি তারেক মনোয়ারের পিতা।[৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "২য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ "লক্ষ্মীপুর জেলার প্রখ্যাত ব্যক্তিত্ব"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৯ জুলাই ২০২০। ২৯ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২০।
- ↑ ক খ "১৯৭৯ সালে আই.ডি.এল (ইসলামী ডেমোক্রেটিক লীগ)-এর মাধ্যমে নির্বাচিত এমপি ছিলেন যারা"। বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১ জানুয়ারি ১৯৭৯। ১২ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২০।
- ↑ "একাদশ জাতীয় সংসদ নির্বাচন, বিএনপির দুর্গ দখলে মরিয়া আওয়ামী লীগ"। দৈনিক যায়যায়দিন। ১২ নভেম্বর ২০১৭। ২৯ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২০।
- ↑ "মো. সফিক উল্লাহ, আসন নং: ২৭৬, লক্ষ্মীপুর-৩, দল: জামায়াতে ইসলামী (দাঁড়িপাল্লা)"। দৈনিক প্রথম আলো। ২৭ ফেব্রুয়ারি ১৯৯১। ২৯ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২০।
- ↑ "লেখা আহ্বান"। দৈনিক সংগ্রাম। ৬ ডিসেম্বর ২০১৮। ২৯ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০২০।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |