শফিকুর রহমান (মৌলভীবাজারের রাজনীতিবিদ)

বাংলাদেশী রাজনীতিবিদ ও সংসদ সদস্য

শফিকুর রহমান হামিদী (১০ ফেব্রুয়ারি ১৯৫৯–১৯ ফেব্রুয়ারি ২০০৯) বাংলাদেশের মৌলভীবাজার জেলার রাজনীতিবিদ যিনি মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য ছিলেন।[]

শফিকুর রহমান
মৌলভীবাজার-৪ আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ – ১২ জুন ১৯৯৬
পূর্বসূরীআব্দুস শহীদ
উত্তরসূরীআব্দুস শহীদ
ব্যক্তিগত বিবরণ
জন্মশফিকুর রহমান হামিদী
১০ ফেব্রুয়ারি ১৯৫৯
মৌলভীবাজার
মৃত্যু১৯ ফেব্রুয়ারি ২০০৯
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল
পিতামাতাশায়খ লুৎফর রহমান বর্ণভী

প্রাথমিক জীবন

সম্পাদনা

শফিকুর রহমান ১০ ফেব্রুয়ারি ১৯৫৯ সালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বরুনা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা শায়খ লুৎফর রহমান বর্ণভী (১৯১৬–১৯৭৭) বিখ্যাত আলেম, মুক্তিযোদ্ধা ও আনওয়ারুল উলুম হামিদনগর বরুনা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন।[]

রাজনৈতিক জীবন

সম্পাদনা

শফিকুর রহমান রাজনৈতিক জীবনের শুরুতে জাতীয় পার্টির সাথে জড়িত হন এবং দুই মেয়াদে কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে শ্রীমঙ্গল উপজেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৫ ফব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী হিসেবে মৌলভীবাজার-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[] ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসন থেকে পরাজিত হন।

মৃত্যু

সম্পাদনা

শফিকুর রহমান ১৯ ফেব্রুয়ারি ২০০৯ সালে মৃত্যুবরণ করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. "শ্রীমঙ্গলের সাবেক এমপি সফিকুর রহমান"বজ্রকণ্ঠ। ১৬ ডিসেম্বর ২০১৯। ১১ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২০