শঙ্কর ভট্টাচার্য

ভারতীয় চলচ্চিত্র পরিচালক

শঙ্কর ভট্টাচার্য (জন্ম: ১৫ জানুয়ারি ১৯৩৪ - মৃত্যু: ২৭ জুন ২০০০) (ইংরেজি: Shankar Bhattacharya) একজন বাঙালি ভারতীয় চলচ্চিত্র পরিচালক এবং সাহিত্যিক ।

শঙ্কর ভট্টাচার্য
জন্ম১৫ জানুয়ারি ১৯৩৪
মৃত্যু২৭ জুন ২০০০
নাগরিকত্ব ভারত
পরিচিতির কারণচলচ্চিত্র পরিচালক, সাহিত্যিক

জন্ম ও কর্মজীবন

সম্পাদনা

প্রথম জীবন

সম্পাদনা

শঙ্কর ভট্টাচার্য মেদিনীপুরের গড়বেতার ফুলমণিপুরের আদি বাসিন্দা ছিলেন । তার বাবার নাম অনুকূলচন্দ্র ভট্টাচার্য এবং মা সিন্ধুবালা । ছোটোবেলায় বাবা মা মারা যাবার পর তিনি মেদিনীপুরে মামাবাড়িতে বড় হয়েছিলেন । তিনি পড়াশোনা করেছিলেন দিদির শ্বশুরবাড়ি বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে । বিষ্ণুপুর উচ্চবিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করে তিনি কলেজে ভর্তি হয়েছিলেন । সেই সময়েই অর্থাভাবে ডাক বিভাগে চাকরি গ্রহণ করেন । এরপর কিছুদিন বর্ধমানে স্বাস্থ্য বিভাগেও কাজ করেছিলেন । এই সময় থেকেই কবিতা, নাটক গল্প লিখতেন । পরবর্তীকালে তিনি থাকতেন উত্তর ২৪ পরগণার ব্যারাকপুরে []

চলচ্চিত্রকর্ম

সম্পাদনা

চলচ্চিত্রের প্রতিই তার আকর্ষণ ছিল বেশি । ১৯৭৫ সালে মুক্তি পায় তার প্রথম ছবি শেষরক্ষা । এরপর দিবারাত্রির কাব্য, লালকুঠি, দৌড় এবং অন্বেষন মুক্তি পায় । ছোটদের জন্য তার চলচ্চিত্র লালকমল নীলকমল জনপ্রিয়তা পেয়েছিল । []

শঙ্কর ভট্টাচার্য শ্রেষ্ঠ পরিচালক হিসাবে ১৯৭৯ খ্রিষ্টাব্দে এআইসিএ -র পুরস্কার লাভ করেন দৌড় ছবির জন্য । []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. সংসদ বাঙালি চরিতাভিধান (দ্বিতীয় খন্ডের সংযোজন) - অঞ্জলি বসু সম্পাদিত - সাহিত্য সংসদ

বহি:সংযোগ

সম্পাদনা