শক্তিসাধন মুখোপাধ্যায়
ড. শক্তিসাধন মুখোপাধ্যায় (জন্ম:-১২ ফেব্রুয়ারি ১৯৫১) হলেন বিশ শতকের শেষভাগের একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি গবেষক ও প্রাবন্ধিক। [১]
শক্তিসাধন মুখোপাধ্যায় | |
---|---|
জন্ম | পাঁচড়া গ্রাম, জামালপুর পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ ভারত | ১২ ফেব্রুয়ারি ১৯৫১
পেশা | অধ্যাপক লেখক |
ভাষা | বাংলা |
জাতীয়তা | ভারতীয় |
শিক্ষা প্রতিষ্ঠান | বর্ধমান বিশ্ববিদ্যালয় |
দাম্পত্যসঙ্গী | তৃপ্তি মুখোপাধ্যায় |
সন্তান | কস্তুরী মুখোপাধ্যায় (কন্যা) |
জন্ম ও প্রারম্ভিক জীবন
সম্পাদনাশক্তিসাধন মুখোপাধ্যায়ের জন্ম পশ্চিমবঙ্গের অধুনা বর্ধমান জেলার জামালপুর সমষ্টি উন্নয়ন ব্লকের অন্তর্গত পাঁচড়া গ্রামে তার মাতুলালয়ে। পিতা চণ্ডীচরণ মুখোপাধ্যায় ও মাতা নমিতা মুখোপাধ্যায়। পিতামাতার ছয় পুত্রকন্যার জ্যেষ্ঠ ছিলেন তিনি। তার পৈতৃক নিবাস পূর্ব বর্ধমান জেলারই কেওটাড়ার জুতিহাটী গ্রামে। নিকটবর্তী ঝাপানডাঙ্গা পরেশনাথ বিদ্যামন্দিরে তিনি সপ্তম শ্রেণী পর্যন্ত পড়েন। তারপর মামারবাড়ির পাঁচড়া সাগরচন্দ্র রক্ষিত স্মৃতি বিদ্যামন্দির হতে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ভর্তি হন বর্ধমান রাজ কলেজে। বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স নিয়ে স্নাতক হন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের। এই বিশ্ববিদ্যালয় থেকেই বাংলা ভাষা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। [১] কলকাতা বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর অধ্যাপক ড. জ্যোতির্ময় ঘোষের অধীনে গবেষণা করে বাংলার রেনেসাঁস বিচার: রামমোহন থেকে রবীন্দ্রনাথ শীর্ষক গবেষণা পত্রের জন্য তিনি ১৯৯৬ খ্রিস্টাব্দে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[২]
কর্মজীবন
সম্পাদনাপ্রথম দিকে শক্তিসাধন স্থানীয় এক হোমিওপ্যাথিক ডিসপেনসারিতে কম্পাউন্ডারির কাজ করলেও পরে জঙ্গীপুর কলেজে কিছুদিন অধ্যাপনার পর কলকাতার খিদিরপুর কলেজে বাংলা ভাষা ও সাহিত্যে দীর্ঘদিন অধ্যাপনা করেন এবং সেখান থেকেই অবসর নেন। অধ্যাপনাকালেই ড.শক্তিসাধন মুখোপাধ্যায় বিশিষ্ট প্রাবন্ধিক হিসাবে পরিচিতি পান। মুখ্যত, ডিরোজিও এবং রেনেসাঁস সম্পর্কিত বিষয়গুলি তার রচনায় প্রাধান্য পেলেও বিভিন্ন বিষয়ের উপর তার নিবন্ধসমূহ গণশক্তি, চতুরঙ্গ পত্রিকায় প্রকাশিত হয়েছে। এযাবৎ তার প্রকাশিত নিবন্ধ ও গ্রন্থের সংখ্যা যথাক্রমে দুইশত ও পঁচিশের বেশি। উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল-
- রচিত গ্রন্থসমূহ-
- ইতালীয় রেনেসাঁসের আলোকে বাংলার রেনেসাঁস (২০০০), প্রোগ্রেসিভ পাবলিশার্স, কলকাতা [২]
- কলকাতার আদি আচার্য ডেভিড ড্রামন্ড (২০০৪)
- ডিরোজিও: রুটিন ভাঙা এক মাস্টার (২০০৯)
- শতফুলের কবি রবীন্দ্রনাথ (২০১১)
- রেনেসাঁসের আলোয় বঙ্গ দর্শন ২০১৯, পুনশ্চ আইএসবিএন=৯৭৮-৮১-৭৩৩২-৩৫৩-৯
- স্কুল অফ এথেন্স (২০২১)
- বিদ্যাসাগরের ঠাকুমা (২০১৯)
- বিদ্যাসাগর নতুন করে জানা অন্যভাবে চেনা (২০২১), পুনশ্চ আইএসবিএন=৯৭৮-৮১-৭৩৩২-৩১৫-৭
- আয়সাগর ব্যয়সাগর বিদ্যাসাগর (২০২১)
- নবজাগরণের সূচনাপুরুষ রামমোহন রায় পরম্পরা প্রকাশন
- সম্পাদিত গ্রন্থসমূহ-
- সঙ অফ দ্য স্টোর্মি পেট্রেল (২০০১)
- ডিরোজিও রিমেম্বার্ড (২০০৮) ( পরমেশ্বরন থাঙ্কাপ্পান নায়ারের ভূমিকাসহ )
- কবিতা গ্রন্থ-
- বাতিল পালক (২০২২) অক্ষরবৃত্ত প্রকাশনা
সম্মাননা
সম্পাদনা- সমরেন রায় পুরস্কার
- ভবানী মুখোপাধ্যায় স্মৃতি সম্মান
- ডিরোজিও বাংলার গৌরব ২০২০ সম্মান
ড.শক্তিসাধন মুখোপাধ্যায় ২০১৩-১৬ খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদের সম্পাদক পদে ছিলেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ মুখোপাধ্যায়, শক্তিসাধন (২০১৯)। রেনেসাঁসের আলোয় বঙ্গ দর্শন। পুনশ্চ, কলকাতা। আইএসবিএন ৯৭৮-৮১-৭৩৩২-৩৫৩-৯।
- ↑ ক খ মুখোপাধ্যায়, শক্তিসাধন (২০০০)। ইতালীয় রেনেসাঁসের আলোকে বাংলার রেনেসাঁস। প্রোগ্রেসিভ পাবলিশার্স, কলকাতা। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২০।