শক্তিকান্ত দাস
শক্তিকান্ত দাস (ওড়িয়া: ଶକ୍ତିକାନ୍ତ ଦାସ; জন্ম ২৬ ফেব্রুয়ারি ১৯৫৭) তামিলনাড়ু ক্যাডারের ১৯৮০ ব্যাচের অবসরপ্রাপ্ত ভারতীয় প্রশাসনিক সেবা (আইএএস) কর্মকর্তা। নভেম্বর ২০১৮ তে তিনি ভারতীয় রিজার্ভ ব্যাংকের ২৫ তম গভর্নর হিসাবে দায়িত্ব পান। পূর্বে শক্তিকান্ত পঞ্চদশ অর্থ কমিশন এবং জি২০ তে ভারতের সরকারি প্রতিনিধিদলের সদস্য ছিলেন।
শক্তিকান্ত দাস | |
---|---|
ভারতীয় রিজার্ভ ব্যাংকের ২৫তম গভর্নর | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১১ ডিসেম্বর ২০১৮ | |
নিয়োগদাতা | মন্ত্রিপরিষদের নিয়োগ সমিতি |
রাষ্ট্রপতি | রাম নাথ কোবিন্দ |
প্রধানমন্ত্রী | নরেন্দ্র মোদী |
উপরাষ্ট্রপতি | ভেংকাইয়া নাইডু |
পূর্বসূরী | উর্জিত প্যাটেল |
জি২০তে ভারতের শেরপা (প্রতিনিধি) | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ২৭ নভেম্বর ২০১৭ | |
নিয়োগদাতা | মন্ত্রিপরিষদের নিয়োগ সমিতি |
প্রধানমন্ত্রী | নরেন্দ্র মোদী |
মন্ত্রী | অরুণ জেটলি |
গভর্নর | উর্জিত প্যাটেল |
পূর্বসূরী | অরবিন্দ পানগারিয়া |
ভারতের পঞ্চদশ অর্থ কমিশনের সদস্য | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ২৭ নভেম্বর২০১৭ | |
নিয়োগদাতা | মন্ত্রিপরিষদের নিয়োগ সমিতি |
ভারতের আর্থিক পরিষেবা দপ্তর | |
কাজের মেয়াদ ৩১ আগস্ট২০১৫ – ২৮ মে ২০১৭ | |
নিয়োগদাতা | মন্ত্রিপরিষদের নিয়োগ সমিতি |
মন্ত্রী | অরুণ জেটলি |
ভারতের কেন্দ্রীয় রাজস্ব সচিব | |
কাজের মেয়াদ ১৬ জুন ২০১৪ – ১৬ জুন ২০১৪ | |
নিয়োগদাতা | মন্ত্রিপরিষদের নিয়োগ সমিতি |
মন্ত্রী | অরুণ জেটলি |
পূর্বসূরী | রাজীব টাকরু |
উত্তরসূরী | হাসমুখ আধিয়া |
ভারতের সার বিষয়ক সচিব | |
কাজের মেয়াদ ৩০ ডিসেম্বর ২০১৩ – ১৫ জুন ২০১৪ | |
নিয়োগদাতা | মন্ত্রিপরিষদের নিয়োগ সমিতি |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ওড়িশা, ভারতীয় | ২৬ ফেব্রুয়ারি ১৯৫৫
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অবসরপ্রাপ্ত আইএএস অফিসার |
একজন আইএএস অফিসার হিসেবে কর্মরত অবস্থায়, ভারতের অর্থ মন্ত্রকের আর্থিক পরিষেবা দফতরের সচিব, ভারতের রাজস্ব সচিব, ভারতের সার সচিব সহ, তিনি ভারতীয় ও তামিলনাড়ু সরকারের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ১১ নভেম্বর ২০১৮ সালে তিনি ভারতীয় রিজার্ভ ব্যাংকের ২৫ তম গভর্নর হিসাবে দায়িত্ব পান।[১]
শিক্ষা
সম্পাদনাশক্তিকান্ত, ওড়িশা, ভুবনেশ্বরে, পড়াশোনা করেন। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেনস কলেজ থেকে স্নাতক (বিএ) এবং ইতিহাসে স্নাতকোত্তর (এমএ) উত্তীর্ণ হন। পরে তিনি আইআইএম ব্যাঙ্গালোর থেকে উন্নত আর্থিক ব্যবস্থাপনা কোর্স এবং এনআইবিএম থেকে উন্নয়ন ব্যাংকিং এবং প্রাতিষ্ঠানিক ঋণ ব্যবস্থাপনা কোর্স করেছিলেন। তিনি আইপিইতে আর্থিক ব্যবস্থাপনায় পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি হিমাচল প্রদেশের জন প্রশাসন প্রশিক্ষণ ও সরকারী ব্যবস্থাপনা ইনস্টিটিউট, তিরুবনন্তপুরম থেকে দুটি কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি, এসএসসিআই থেকে মৌলিক প্রকল্প পরিচালনার ডিপ্লোমা করেন, আইআইএম কলকাতা থেকে মধ্য পেশা স্তরের প্রশিক্ষণ নেন।[২][৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Shaktikanta Das appointed new RBI governor: news agency Reuters"। NDTV.com। সংগ্রহের তারিখ ২০১৮-১২-১১।
- ↑ "Shaktikanta Das - Executive Record Sheet"। Department of Personnel and Training, Government of India। সংগ্রহের তারিখ জানুয়ারি ১৫, ২০১৮।
- ↑ "Odisha's Shaktikanta Das is new RBI Governor"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]