ল্যান্সলট স্যান্ডারসন
স্যার ল্যান্সলট স্যান্ডারসন কেসি (২৪ অক্টোবর ১৮৬৩ - ৯ মার্চ ১৯৪৪) ছিলেন ব্রিটেনের রক্ষণশীল দলের একজন রাজনীতিবিদ এবং বিচারক। তিনি কলকাতা উচ্চ আদালতের প্রধান বিচারপতি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও (১৯১৮-১৯১৯) ছিলেন।
'ইনার টেম্পল'র একজন ব্যারিস্টার তিনি ১৯০১ খ্রিস্টাব্দে উইগান শহরের রেকর্ডার নিযুক্ত হন [১] এবং ১৯০৩ খ্রিস্টাব্দে কমনওয়েলথের কিংস কাউন্সেল হন।[২] যুক্তরাজ্যে ১৯১০ খ্রিস্টাব্দের সাধারণ নির্বাচনে অ্যাপলবাই সংসদীয় নির্বাচনী এলাকা হতে সংসদ সদস্য নির্বাচিত হন।১৯০০ খ্রিস্টাব্দ হতে আসনটি লিবারেল পার্টির দখলে ছিল। ডিসেম্বর ১৯১০ যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে তিনি পুনঃনির্বাচিত হন। [৩] কিন্তু কলকাতা উচ্চ আদালতের প্রধান বিচারপতি লরেন্স হিউ জেনকিন্সের উত্তরসূরী নিযুক্ত হওয়ায় [৪] ১৯১৫ খ্রিস্টাব্দের অক্টোবরে তিনি সংসদ সদস্য পদ ও রেকর্ডারশিপ থেকে পদত্যাগ করেন [৫]
তিনি ৩১ মার্চ ১৯১৮ থেকে ৩০ মার্চ ১৯১৯ খ্রিস্টাব্দ কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন।[৬]
১৯২৬ খ্রিস্টাব্দে কলকাতা উচ্চ আদালতের প্রধান বিচাররপতি পদ থেকে পদত্যাগ করার পর, স্যান্ডারসন প্রিভি কাউন্সিলে নিযুক্ত হন এবং ১৯৩৪ থেকে ১৯৩৫ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রিভি কাউন্সিলের বিচার বিভাগীয় কমিটিতে ছিলেন। [৭] তিনি ৮০ বৎসর বয়সে ল্যাঙ্কাস্টারে মারা যান।
স্যান্ডারসন একজন ক্রিকেটার ছিলেন। [৮] তিনি প্রথম-শ্রেণীর ক্রিকেটে দুটি ম্যাচ খেলেছেন- প্রথমটি ১৮৮৪ খ্রিস্টাব্দে ল্যাঙ্কাশায়ারের হয় এবং চার বছর পর দ্বিতীয়টি মেরিলেবোন ক্রিকেট ক্লাবের হয়ে। [৯]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "নং. 27378"। দ্যা লন্ডন গেজেট (ইংরেজি ভাষায়)। ১৯ নভেম্বর ১৯০১।
- ↑ "নং. 27531"। দ্যা লন্ডন গেজেট (ইংরেজি ভাষায়)। ৩ মার্চ ১৯০৩।
- ↑ Craig, F. W. S. (১৯৮৩) [1969]। British parliamentary election results 1918–1949 (3rd সংস্করণ)। Chichester: Parliamentary Research Services। পৃষ্ঠা 412। আইএসবিএন 0-900178-06-X।
- ↑ "নং. 29368"। দ্যা লন্ডন গেজেট (ইংরেজি ভাষায়)। ১৬ নভেম্বর ১৯১৫।
- ↑ Department of Information Services (৯ জুন ২০০৯)। "Appointments to the Chiltern Hundreds and Manor of Northstead Stewardships since 1850" (পিডিএফ)। House of Commons Library। ৬ ফেব্রুয়ারি ২০১১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০০৯।
- ↑ "List of Vice Chancellors of the University of Calcutta"। University of Calcutta। ৬ অক্টোবর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৬।
- ↑ "নং. 34211"। দ্যা লন্ডন গেজেট (ইংরেজি ভাষায়)। ২৫ অক্টোবর ১৯৩৫।
- ↑ "Lancelot Sanderson player profile"। CricketArchive। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১১।
- ↑ "First-class matches played by Lancelot Sanderson"। CricketArchive। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১১।