ল্যাংস্টন হিউজ
ল্যাংস্টন হিউজ (১ ফেব্রুয়ারি ১৯০২ - ২২ মে ১৯৬৭) ছিলেন একজন মার্কিন কবি, কলাম লেখক, প্রাবন্ধিক ও ঔপন্যাসিক।
ল্যাংস্টন হিউজ | |
---|---|
স্থানীয় নাম | Langston Hughes |
জন্ম | জেমস মার্সার ল্যাংস্টন হিউজ ১ ফেব্রুয়ারি ১৯০২ জোপলিন, মিজুরি, মার্কিন যুক্তরাষ্ট্র |
মৃত্যু | ২২ মে ১৯৬৭ নিউ ইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৬৫)
পেশা | কবি, কলাম লেখক, প্রাবন্ধিক, ঔপন্যাসিক |
শিক্ষা | লিংকন বিশ্ববিদ্যালয়, পেন্সিল্ভেনিয়া |
সময়কাল | ১৯২৬–১৯৬৪ |
জন্ম
সম্পাদনাহিউজ ১৯০২ সালের ১ ফেব্রুয়ারি মিজুরির জোপলিন এ জন্মগ্রহণ করেন। স্কুল শিক্ষক চার্লস হেনরি ল্যাংস্টন তার পিতা ছিলেন আফ্রো-আমেরিকানদের ভোট ও অধিকার আন্দোলনে সক্রিয় কর্মী এবং মা ছিলেন শিক্ষিকা ক্যারোলিন। তিনি ছিলেন পিতামাতার দ্বিতীয় সন্তান।[১][২]
রচনা
সম্পাদনাকবিতা
সম্পাদনাতার রচিত কবিতাসমূহের মধ্যে ড্রিমস (Dreams) নামক কবিতাটি অন্যতম। এটি বাংলাদেশের মাধ্যমিক শিক্ষাস্তরে সিলেবাসভুক্ত।
Dreams
Hold fast to dreams
For if dreams die
Life is a broken-winged bird
That can't fly.
Hold fast dreams
For when dreams go
Life is a barren field
Frozen with snow
গ্রন্থবিবরণী
সম্পাদনাকাব্যগ্রন্থ
সম্পাদনা- দ্য ওয়্যারি ব্লুস, ১৯২৬
- ফাইন ক্লথস টু দ্য জু, ১৯২৭
- দ্য নিগ্রো মাদার অ্যান্ড আদার ড্রামাটিক রিসাইটেশনস, ১৯৩১
- ডিয়ার লাভলি ডেথ, ১৯৩১
- দ্য ড্রিম কিপার অ্যান্ড আদার পয়েমস, ১৯৩১
- স্কটবুরু লিমিটেড: ফোর পয়েমস অ্যান্ড অ্যা প্লে , গোল্ডেন স্টেয়ার প্রেস, এন.ওয়াই., ১৯৩২
- অ্যা নিউ সং (১৯৩৮, "লেট আমেরিকা বি আমেরিকা অ্যাগেইন" কবিতা সহ)
- নোট অন কমার্সিয়াল থিয়েটার, ১৯৪০
- শেক্সপিয়ার ইন হারলেম, ১৯৪২
- ফ্রিডমস প্লু, নিউ ইয়র্ক: মাসেট পাবলিশার্স, ১৯৪৩
- জিম ক্রুস লাস্ট স্ট্যান্ড, আটলান্টা: নিগ্রো পাবলিকেশন সোসাইটি অব আমেরিকা, ১৯৪৩
- ফিল্ডস অব ওয়ান্ডার, ১৯৪৭
- ওয়ান-ওয়ে টিকেট, ১৯৫৯
- মন্টেজ অব অ্যা ড্রিম ডেফার্ড, ১৯৫১
- ল্যাংস্টন হিউজেস এর নির্বাচিত কবিতা ১৯৫৪
- আস্ক ইয়োর মামা: ১২ মুডস ফর জাজ, ১৯৬১
- দ্য পার্টনার অ্যান্ড দ্য লেশ: পয়েমস অব আওয়ার টাইমস, ১৯৬৭
- ল্যাংস্টন হিউজেসর কবিতা সংকলন, ১৯৯৪
উপন্যাস ও ছোট গল্প
সম্পাদনা- নট উইদআউট এ লাফটার, ১৯৩০
- দ্য ওয়েস অব হোয়াইট ফক্স, ১৯৩৪
- সিম্পল স্পিকস হিস মাইন্ড, ১৯৫০
- লাফিংটু কিপ ফ্রম ক্রাইয়িং, ১৯৫২
- সিম্পল টেকস অ্যা ওয়াইফ, ১৯৫৩
- সুইট ফ্লাইপেপার অব লাইফ, ১৯৫৫
- সিম্পল স্টেকস ক্লেইম, ১৯৫৭
- টামবোরিনস টু গ্লোরি, ১৯৫৮
- দ্য বেস্ট অব সিম্পল, ১৯৬১
- সিম্পল আঙ্কেল সেম, ১৯৬৫
- 'সামথিং ইন কমন & আদার স্টোরিস, ১৯৬৩
- ল্যাংস্টন হিউজেসের ছোট গল্প, ১৯৯৬
নন ফিকশন বইসমূহ
সম্পাদনা- দ্য বিগ সি, ১৯৪০
- 'ফেমাস আমেরিকান নিগ্রোস, ১৯৫৪
- "ফেমাস নিগ্রো মিউজিক মেকারস , ১৯৫৫
- আই ওয়ান্ডার এজ আই ওয়ান্ডার, ১৯৫৬
- আ পিকটোরিয়াল হিস্ট্রি অব দ্য নিগ্রো ইন আমেরিকা, ১৯৫৬
- " ফেমাস নিগ্রো হিরোস অব আমেরিকা, ১৯৫৭
- ফাইট ফর ফ্রিডম: দ্য স্টোরি অব দ্য এনএএসিপি(NAACP), ১৯৬২
নাটক
সম্পাদনা- মিউল বোন, ১৯৩১
- মুলেট্টো, ১৯৩৫
- ট্রাবলড আইল্যান্ড, ১৯৩৬
- লিটল হাম, ১৯৩৬
- এমপেরর অব হাইতি, ১৯৩৬
- ডোন্ট ইউ ওয়ান্ট টু বি ফ্রি ?, ১৯৩৮
- স্ট্রিট সিন
- টেমবোরিনস টু গ্লোরি, ১৯৫৬
- সিম্পলি হ্যাভেনলি, ১৯৫৭
- ব্ল্যাক নেটিভিটি, ১৯৬১
- ফাইভ প্লেজ বাই ল্যাংস্টন হিউজ", ব্লুমিংটন: ইন্ডিয়ানা ইউনিভার্সিটি প্রেস, ১৯৬৩
- জেরিকো জিম ক্রো, ১৯৬৪
পুরস্কার ও সম্মাননা
সম্পাদনা- ১৯২৬: উইটার বাইনার আন্ডারগ্র্যাজুয়েট কবিতা পুরস্কার
- ১৯৩৫: গাগেনহিম ফেলোশিপ অর্জন
- ১৯৪১:রোজেনওয়াল্ড ফান্ড ফেলোশিপ অর্জন।
- ১৯৪৩: লিংকন বিশ্ববিদ্যালয় কর্তৃক সম্মানসূচক ডি.লিট উপাধি গ্রহণ।
- ১৯৫৪:আনিসফিল্ড - উল্ফ বুক অ্যাওয়ার্ড
- ১৯৬০:ন্যাশনাল এসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালারড্ পিপল কর্তৃক পুরস্কার অর্জন
- ১৯৬১: আমেরিকান একাডেমী অব আর্টস অ্যান্ড লেটারস[৩]
- ১৯৬৩: হাওয়ার্ড ইউনিভার্সিটি কর্তৃক ডক্টরেট ডিগ্রি গ্রহণ
- ১৯৬৪: ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটি কর্তৃক ডি.লিট ডিগ্রি লাভ।
- ১৯৭৩: প্রথমবারের মতো সিটি কলেজ অব নিউইয়র্ক কর্তৃক ল্যাংস্টন হিউজেস পদক প্রদান।
- ১৯৭৯: ল্যাংস্টন হিউজেস মিডল স্কুল তৈরি[৪]
- ২০০৯: জর্জিয়াতে ল্যাংস্টন হিউজেস হাই স্কুল তৈরি।[৫]
- ২০১৫: গুগল ডুডল এ তার ১১৩ তম জন্মদিন স্মরণ।[৬]
সহ আরো অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেন।
মৃত্যু
সম্পাদনাল্যাংস্টন হিউজ ১৯৬৭ সালের ২২শে মে ৬৫ বছর বয়সে নিউ ইয়র্ক সিটিতে মৃত্যুবরণ করেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Langston Hughes (১৯৪০)। The Big Sea। পৃষ্ঠা 36। আইএসবিএন 0-8262-1410-X।
- ↑ Faith Berry, Langston Hughes, Before and Beyond Harlem, Westport, CT: Lawrence Hill & Co., 1983; reprint, Citadel Press, 1992, p. 1.
- ↑ "Langston Hughes — Poet"। h2g2: The Hitchhiker's Guide to the Galaxy। সংগ্রহের তারিখ জুলাই ২৪, ২০১০।
- ↑ Asante, Molefi Kete (2002). 100 Greatest African Americans: A Biographical Encyclopedia. Amherst, New York: Prometheus Books. আইএসবিএন ১-৫৭৩৯২-৯৬৩-৮.
- ↑ "Langston Hughes"। Chicago Literary Hall of Fame (ইংরেজি ভাষায়)। ২০১২। সংগ্রহের তারিখ ২০১৭-১০-০৮।
- ↑ "Langston Hughes' 113th Birthday"। গুগল।
বহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |