লোহাগাড়া ইউনিয়ন
লোহাগাড়া বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত লোহাগাড়া উপজেলার একটি ইউনিয়ন।
লোহাগাড়া | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে লোহাগাড়া ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°০′১০″ উত্তর ৯২°৫′২৬″ পূর্ব / ২২.০০২৭৮° উত্তর ৯২.০৯০৫৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | লোহাগাড়া উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | মোহাম্মদ নুরুচ্ছাফা চৌধুরী |
আয়তন | |
• মোট | ১১.২৩ বর্গকিমি (৪.৩৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩৫,০১০ |
• জনঘনত্ব | ৩,১০০/বর্গকিমি (৮,১০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৯.৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৯৬ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
আয়তন
সম্পাদনালোহাগাড়া ইউনিয়নের আয়তন ২,৭৭৬ একর (১১.২৩ বর্গ কিলোমিটার)। আয়তনের দিক থেকে এটি লোহাগাড়া উপজেলার সবচেয়ে ছোট ইউনিয়ন।[১]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী লোহাগাড়া ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৫,০১০ জন। এর মধ্যে পুরুষ ১৭,৭৫০ জন এবং মহিলা ১৭,২৬০ জন। মোট পরিবার ৬,৭০৭টি।[১]
অবস্থান ও সীমানা
সম্পাদনালোহাগাড়া উপজেলার মধ্যভাগে লোহাগাড়া ইউনিয়নের অবস্থান। লোহাগাড়া উপজেলা সদর এ ইউনিয়নে অবস্থিত। এ ইউনিয়নের দক্ষিণে পুটিবিলা ইউনিয়ন, পূর্বে কলাউজান ইউনিয়ন, উত্তরে আমিরাবাদ ইউনিয়ন এবং পশ্চিমে আধুনগর ইউনিয়ন অবস্থিত।
ইতিহাস
সম্পাদনালোহাগাড়া ইউনিয়ন ১৯৬৮ সালে ১৮নং কাউন্সিল হিসেবে সাতকানিয়া উপজেলার অন্তর্ভুক্ত ছিল। ১৯৮৩ সালে বিভক্ত হওয়ার পর থেকে লোহাগাড়া উপজেলার অধীনে ৬নং লোহাগাড়া ইউনিয়ন পরিষদ হিসেবে কার্যক্রম শুরু করে।[২]
প্রশাসনিক কাঠামো
সম্পাদনালোহাগাড়া ইউনিয়ন লোহাগাড়া উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম লোহাগাড়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯২নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৫ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[৩]
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
ওয়ার্ড নং | গ্রামসমূহের নাম | |
---|---|---|
১নং ওয়ার্ড | ১. সওদাগর পাড়া
২. খলিফার পাড়া ৩. জোনাবির পাড়া ৪. দয়ার পাড়া | |
২নং ওয়ার্ড | ১. টেন্ডল পাড়া
২. মুহুরী পাড়া | |
৩নং ওয়ার্ড | ১. রশিদার পাড়া
২. সাতগড়িয়া পাড়া | |
৪নং ওয়ার্ড | ১. ভিল্যাপাড়া
২. উকিলের পাড়া ৩. সরকার পাড়া ৪. হাজীর পাড়া ৫. শাহপীর পাড়া | |
৫নং ওয়ার্ড | ১. জমিদার পাড়া
৩. লোহারদিঘী পাড়
| |
৬নং ওয়ার্ড | চৌধুরী পাড়া উজিরভিটা, কামারপাড়া | |
৭নং ওয়ার্ড | মওলারপাড়া, নেয়াজরপাড়া | |
৮নং ওয়ার্ড | খান মুহাম্মদ সিকদার পাড়া | হাজির পাড়া |
৯নং ওয়ার্ড | দক্ষিণ সুখছড়ি দরবার শরীফ |
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী লোহাগাড়া ইউনিয়নের সাক্ষরতার হার ৫৯.৫%।[১] এ ইউনিয়নে ১টি বিশ্ববিদ্যালয় কলেজ, ২টি ফাজিল মাদ্রাসা, ১টি টেকনিক্যাল কলেজ, ১টি স্কুল এন্ড কলেজ, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা, ৪টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১১টি প্রাথমিক বিদ্যালয়, ৫টি এবতেদায়ী মাদ্রাসা ও ২টি কিন্ডারগার্টেন রয়েছে।[৪]
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- কলেজ[৫]
- আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজ
- মোস্তফা বেগম গার্লস বিজনেস ম্যানেজমেন্ট কলেজ
- আইয়ুব ফাউন্ডেশন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ
- মাদ্রাসা[৬]
- দক্ষিণ সুখছড়ি আব্দুল খালেক শাহ আমেরিয়া হোসাইনিয়া হাফেজুল উলুম ফাজিল মাদ্রাসা
- লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা
- দারুল ঈমান প্রি-ক্যাডেট দাখিল মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়[৭]
- মধ্য লোহাগাড়া উচ্চ বিদ্যালয়
- মোস্তফা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়
- লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়
- লোহাগাড়া সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- ইকরা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়
- লোহাগাড়া আইডিয়াল স্কুল এন্ড কলেজ
- লোহাগাড়া পাবলিক স্কুল এন্ড কলেজ
- লোহাগাড়া মডেল স্কুল এন্ড কলেজ
- প্রাথমিক বিদ্যালয়
- উজিরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উপজেলা সদর ফয়েজ শফি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জনতা শাহপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- তৈয়ব আশরাফ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ সুখছড়ি শাহ সাহেব সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য লোহাগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মোস্তফা বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রশিদের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- লোহাগাড়া নজুমুন্নিছা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- লোহাগাড়া মজিদের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- লোহাগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- এবতেদায়ী মাদ্রাসা[৮]
- আল কোরআন রিসোর্ট সেন্টার
- উম্মুল কোরআন আদর্শ মহিলা মাদ্রাসা
- মাদ্রাসা উলুমে শরিয়াল্লাহ এবতেদায়ী মাদ্রাসা
- লোহাগাড়া শাহপীর এবতেদায়ী মাদ্রাসা
- শাহ জব্বারিয়া এবতেদায়ী মাদ্রাসা
- কিন্ডারগার্টেন[৯]
- আল এহসান একাডেমী
- মাইলস্টোন কিন্ডারগার্টেন
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনালোহাগাড়া ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।
ধর্মীয় উপাসনালয়
সম্পাদনাখাল ও নদী
সম্পাদনালোহাগাড়া ইউনিয়নের উপর দিয়ে বয়ে চলেছে বোয়ালিয়া খাল, সুখছড়ি খাল এবং বামির নালা খাল।[১২]
হাট-বাজার
সম্পাদনালোহাগাড়া ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল দরবেশ হাট বাজার এবং বটতলী বাজার।[১৩]
দর্শনীয় স্থান
সম্পাদনালোহাগাড়া ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[১৪]
- লোহাগাড়া উপজেলা মডেল মসজিদ
- শাহপীর আউলিয়ার মাজার
- দক্ষিণ সুখছড়ি মাজার
- আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজ
- আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজ
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনালোহাগাড়া উপজেলার উল্লেখযোগ্য ব্যক্তিগণের মধ্যে রয়েছেন:[১৫]
- কাফি কামাল –– কবি, গল্পকার ও সাংবাদিক।
- নকীব খান –– গীতিকার, সুরকার ও সংগীত শিল্পী।
- মোস্তাক আহমদ চৌধুরী –– প্রাক্তন সংসদ সদস্য।
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ নুরুচ্ছাফা চৌধুরী[১৬]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২০।
- ↑ "লোহাগাড়া ইউনিয়নের ইতিহাস - লোহাগাড়া ইউনিয়ন - লোহাগাড়া ইউনিয়ন"। lohagaraup.chittagong.gov.bd। ১৯ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা - লোহাগাড়া ইউনিয়ন - লোহাগাড়া ইউনিয়ন"। lohagaraup.chittagong.gov.bd। ১৯ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "এক নজরে ০৬ নং লোহাগাড়া ইউনিয়ন পরিষদ - লোহাগাড়া ইউনিয়ন - লোহাগাড়া ইউনিয়ন"। lohagaraup.chittagong.gov.bd। ১৯ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "কলেজ - লোহাগাড়া ইউনিয়ন - লোহাগাড়া ইউনিয়ন"। lohagaraup.chittagong.gov.bd। ১৯ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "মাদ্রাসা - লোহাগাড়া ইউনিয়ন - লোহাগাড়া ইউনিয়ন"। lohagaraup.chittagong.gov.bd। ১৯ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - লোহাগাড়া ইউনিয়ন - লোহাগাড়া ইউনিয়ন"। lohagaraup.chittagong.gov.bd।
- ↑ "মাদ্রাসা - লোহাগাড়া উপজেলা - লোহাগাড়া উপজেলা"। lohagara.chittagong.gov.bd। ১৯ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "অন্যান্য - লোহাগাড়া ইউনিয়ন - লোহাগাড়া ইউনিয়ন"। lohagaraup.chittagong.gov.bd। ১৯ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "মসজিদ - লোহাগাড়া ইউনিয়ন - লোহাগাড়া ইউনিয়ন"। lohagaraup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "মন্দির - লোহাগাড়া ইউনিয়ন - লোহাগাড়া ইউনিয়ন"। lohagaraup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "খাল ও নদী - লোহাগাড়া ইউনিয়ন - লোহাগাড়া ইউনিয়ন"। lohagaraup.chittagong.gov.bd। ১৯ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "হাট বাজারের তালিকা - লোহাগাড়া ইউনিয়ন - লোহাগাড়া ইউনিয়ন"। lohagaraup.chittagong.gov.bd। ১৯ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "দর্শনীয় স্থান - লোহাগাড়া ইউনিয়ন - লোহাগাড়া ইউনিয়ন"। lohagaraup.chittagong.gov.bd। ১৯ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "প্রখ্যাত ব্যক্তিত্ব - লোহাগাড়া ইউনিয়ন - লোহাগাড়া ইউনিয়ন"। lohagaraup.chittagong.gov.bd। ১৯ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "চট্টগ্রামে ইউপি নির্বাচন: একটি ছাড়া সব কটিতেই জয় নৌকার প্রার্থীর"। banglanews24.com। বাংলা নিউজ। ২০ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২০।