লোরেন্ৎস পদক
পুরস্কার
(লোরেনৎস পদক থেকে পুনর্নির্দেশিত)
লোরেন্ৎস পদক (ইংরেজি: Lorentz Medal) তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদানের জন্য রয়েল নেদারল্যান্ডস অ্যাকাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃক প্রদত্ত একটি পুরস্কার।[১] প্রতি চার বছর পর পর এই পুরস্কার প্রদান করা হয়। ১৯২৫ সালে হেন্ড্রিক লোরেন্ৎসের ডক্টরেটের ৫০তম বার্ষিকী উপলক্ষে এটি প্রতিষ্ঠিত হয়।
লোরেন্ৎস পদক | |
---|---|
বিবরণ | তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে উল্লেখযোগ্য অবদানের জন্য |
দেশ | নেদারল্যান্ডস |
পুরস্কারদাতা | রয়েল নেদারল্যান্ডস অ্যাকাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সেস |
প্রথম পুরস্কৃত | ১৯২৫ |
ওয়েবসাইট | Official Lorentz Medal site at the Royal Academy |
লোরেন্ৎস পদক বিজয়ীদের অনেকই পরে নোবেল পুরস্কার পেয়েছেন।[২]
পুরস্কার বিজয়ীদের তালিকা
সম্পাদনাসাল | বিজয়ীর নাম |
---|---|
2022 | ড্যান ফ্রেঙ্কেল[৩] |
২০১৮ | হুয়ান মার্তিন মালদাসেনা |
২০১৪ | মাইকেল বেরি |
২০১০ | এডওয়ার্ড উইটেন |
২০০৬ | লিও ফিলিপ কাদানফ |
২০০২ | ফ্রাঙ্ক উইলচেক |
১৯৯৮ | কার্ল এডুইন ওয়াইম্যান এবং এরিক এলিন কর্নেল |
১৯৯৪ | আলেক্সান্দের পোলিয়াকভ |
১৯৯০ | পিয়ের-জিল দ্য জেন |
১৯৮৬ | গেরার্টেট হোফ্ট |
১৯৮২ | আনাতোল আব্রাগাম |
১৯৭৮ | নিকোলাস ব্লোমবের্গেন |
১৯৭৪ | জন হ্যাসব্রাউক ভ্যান ভ্লেক |
১৯৭০ | জর্জ উহলেনব্লেক |
১৯৬৬ | ফ্রীম্যান জন ডাইসন |
১৯৬২ | রুডলফ ই. পিয়ারলস |
১৯৫৮ | লার্স অনসেজার |
১৯৫৩ | ফ্রিটজ লন্ডন |
১৯৪৭ | হেনড্রিক এ ক্রামার্স |
১৯৩৯ | আর্নল্ড সমারফেল্ড |
১৯৩৫ | পিটার ডিবাই |
১৯৩১ | ভোল্ফগাং পাউলি |
১৯২৭ | মাক্স প্লাংক |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Official Lorentz Medal site at the Royal Academy, ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৭
- ↑ Lorentz Medal site at the Institute Lorentz
- ↑ KNAW press release"