লোরেন্‌ৎস পদক

পুরস্কার
(লোরেনৎস পদক থেকে পুনর্নির্দেশিত)

লোরেন্‌ৎস পদক (ইংরেজি: Lorentz Medal) তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদানের জন্য রয়েল নেদারল্যান্ডস অ্যাকাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃক প্রদত্ত একটি পুরস্কার[] প্রতি চার বছর পর পর এই পুরস্কার প্রদান করা হয়। ১৯২৫ সালে হেন্ড্রিক লোরেন্‌ৎসের ডক্টরেটের ৫০তম বার্ষিকী উপলক্ষে এটি প্রতিষ্ঠিত হয়।

লোরেন্‌ৎস পদক
বিবরণতাত্ত্বিক পদার্থবিজ্ঞানে উল্লেখযোগ্য অবদানের জন্য
দেশনেদারল্যান্ডস নেদারল্যান্ডস
পুরস্কারদাতারয়েল নেদারল্যান্ডস অ্যাকাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সেস
প্রথম পুরস্কৃত১৯২৫
ওয়েবসাইটOfficial Lorentz Medal site at the Royal Academy

লোরেন্‌ৎস পদক বিজয়ীদের অনেকই পরে নোবেল পুরস্কার পেয়েছেন।[]

পুরস্কার বিজয়ীদের তালিকা

সম্পাদনা
সাল বিজয়ীর নাম
2022 ড্যান ফ্রেঙ্কেল[]
২০১৮ হুয়ান মার্তিন মালদাসেনা
২০১৪ মাইকেল বেরি
২০১০ এডওয়ার্ড উইটেন
২০০৬ লিও ফিলিপ কাদানফ
২০০২ ফ্রাঙ্ক উইলচেক
১৯৯৮ কার্ল এডুইন ওয়াইম্যান এবং এরিক এলিন কর্নেল
১৯৯৪ আলেক্সান্দের পোলিয়াকভ
১৯৯০ পিয়ের-জিল দ্য জেন
১৯৮৬ গেরার্টেট হোফ্‌ট
১৯৮২ আনাতোল আব্রাগাম
১৯৭৮ নিকোলাস ব্লোমবের্গেন
১৯৭৪ জন হ্যাসব্রাউক ভ্যান ভ্লেক
১৯৭০ জর্জ উহলেনব্লেক
১৯৬৬ ফ্রীম্যান জন ডাইসন
১৯৬২ রুডলফ ই. পিয়ারলস
১৯৫৮ লার্স অনসেজার
১৯৫৩ ফ্রিটজ লন্ডন
১৯৪৭ হেনড্রিক এ ক্রামার্স
১৯৩৯ আর্নল্ড সমারফেল্ড
১৯৩৫ পিটার ডিবাই
১৯৩১ ভোল্‌ফগাং পাউলি
১৯২৭ মাক্স প্লাংক

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Official Lorentz Medal site at the Royal Academy, ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৭ 
  2. Lorentz Medal site at the Institute Lorentz 
  3. KNAW press release" 

বহিঃসংযোগ

সম্পাদনা