লোকটাক হ্রদ
ভারতের মনিপুর রাজ্যের একটি হ্রদ
লোকটাক হ্রদ ভারতের মনিপুর রাজ্যের একটি হ্রদ। যা উত্তর-পূর্ব ভারতের সর্ববৃহৎ মিষ্টি জলের হ্রদ ৷ এই হ্রদের মধ্যেই আছে সেন্দ্রা দ্বীপ ৷ এটি মনিপুরের একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র ৷
লোকটাক হ্রদ | |
---|---|
অবস্থান | মনিপুর |
স্থানাঙ্ক | ২৪°৩৩′ উত্তর ৯৩°৪৭′ পূর্ব / ২৪.৫৫০° উত্তর ৯৩.৭৮৩° পূর্ব |
ধরন | পানীয় জল |
প্রাথমিক অন্তর্প্রবাহ | মনিপুর নদী এবং বহু ছোট নদী |
প্রাথমিক বহিঃপ্রবাহ | জলবিদ্যুৎ উৎপাদন, সেচ ও জল সরবরাহের জন্য বাঁধ দিয়ে |
অববাহিকা | ৯৮০ কিমি২ (৩৮০ মা২) |
অববাহিকার দেশসমূহ | ভারত |
সর্বাধিক দৈর্ঘ্য | ৩৫ কিমি (২২ মা) |
সর্বাধিক প্রস্থ | ১৩ কিমি (৮ মা) |
পৃষ্ঠতল অঞ্চল | ২৮৭ কিমি২ (১১১ মা২) |
গড় গভীরতা | ২.৭ মি (৮.৯ ফু) |
সর্বাধিক গভীরতা | ৪.৬ মি (১৫.১ ফু) |
পৃষ্ঠতলীয় উচ্চতা | ৭৬৮.৫ মি (২,৫২১ ফু) |
দ্বীপপুঞ্জ | থাঙ্গা,ইথিং ও সেন্দ্রা দ্বীপ। এছাড়াও অনেক ভাসমান দ্বীপকে বলা হয় ফুমদিস অথবা phumshongs |
জনবসতি | ইম্ফল ও মৈরাং |
মনোনীত | 19 August 2002 |
সেন্দ্রা দ্বীপ
সম্পাদনাএটি মনিপুরের একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র ৷ নব দম্পতিরা বিবাহের পরে সেন্দ্রা দ্বীপের বাংলোতে মধু চন্দ্রিমা করতে আসেন ৷ এখানের প্রাকৃতিক দৃশ্য দেখতে পর্য টকরা ভিড় করে থাকেন৷
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে লোকটাক হ্রদ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |