লেসোথোতে ইসলাম
২০১৩ সালে লেসোথোর মুসলিম জনসংখ্যা সারা দেশে প্রায় ৩০০০ এর অধিক ছিলো। জনসংখ্যার বেশিরভাগ দক্ষিণ এশিয়া (ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা) থেকে আগত। দক্ষিণ এশিয়ার মুসলমানরা, বিশিষ্ট এবং প্রতিষ্ঠিত একটি সম্প্রদায় হয়ে ব্যবসা ও বাণিজ্য পরিচালনার জন্য দেশে বসতি স্থাপন করেছে।[১] ডারবান থেকে কয়েকটি পরিবার আসার কারণে তাদের উপস্থিতি ১৯০০ এর দশকের গোড়ার দিক থেকেই সুস্পষ্টভাবে লক্ষণীয়। লেসোথোর রাজধানী শহর মাসেরু, বুথা-বুথে এবং আশেপাশের অন্যান্য জায়গাগুলিতে বিভিন্ন মসজিদ এবং প্রার্থনা হল রয়েছে। মাসেরু সিটিতে জ্যাকপট মার্কেটের জামাত খানা, বাসস্টপ জামাত খানা ও থাবং-এ লোকেরা তাদের জুমার নামাজ আদায় করে। মুসলমানদের সিংহভাগই হলেন সুন্নি। আহমদিয়া মুসলিম সম্প্রদায় দাবি করে দেশে তাদের ৩৫০ জন আছে।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Matope, Tsitsi। "Lesotho's Diverse cultures"। Public Eye Online। আগস্ট ১১, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ১, ২০১৪।
- ↑ Ahmadiyya Muslim Mosques Around the World. The Ahmadiyya Muslim Community. 2008. pg. 107. আইএসবিএন ১-৮৮২৪৯৪-৫১-২