লেনোভো
চীনের কম্পিউটার হার্ডওয়্যার কোম্পানী
লেনোভো গ্রুপ লিমিটেড একটি চীনা বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান। এর সদর দপ্তর বেইজিং এবং নর্থ ক্যারোলাইনায়। এটি পার্সোনাল কম্পিউটার, ট্যাবলেট কম্পিউটার, স্মার্টফোন, ওয়ার্কস্টেশন, সার্ভার, ইলেক্ট্রনিক স্টোরেজ ডিভাইস এবং স্মার্ট টেলিভিশন বিক্রয় করে। বিক্রির হিসাবে ২০১২ সালে লেনোভো ছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কম্পিউটার বিক্রেতা। পৃথিবীর ৬০টি দেশে এর কার্যক্রম আছে এবং ১৬০টি দেশে পণ্য বিক্রয় করে।
ধরন | পাবলিক কোম্পানি |
---|---|
এসইএইচকে: 0992 | |
আইএসআইএন | HK0992009065 |
শিল্প | কম্পিউটার হার্ডওয়্যার ইলেক্ট্রনিক্স |
প্রতিষ্ঠাকাল | ১৯৮৪ (বেইজিং) |
প্রতিষ্ঠাতা | Liu Chuanzhi |
সদরদপ্তর | বেইজিং, চীন and মরিসভিল, নর্থ ক্যারোলাইনা, নর্থ ক্যারোলাইনা[১], U.S. |
বাণিজ্য অঞ্চল | বিশ্বব্যাপী |
প্রধান ব্যক্তি | Yang Yuanqing (Chairman and CEO) |
পণ্যসমূহ | স্মার্টফোন ডেস্কটপ কম্পিউটার, সার্ভার, ল্যাপটপ, ট্যাবলেট কম্পিউটার, নেটবুক, পেরিফেরাল, প্রিন্টার, টেলিভিশন, স্ক্যানার, কম্পিউটার স্টোরেজ |
আয় | US$ 29.57 billion (2012)[২] |
US$ 584 million (2012)[২] | |
US$ 472 million (2012)[২] | |
মোট সম্পদ | US$ 15.86 billion (2012)[২] |
মোট ইকুইটি | US$ 2.361 billion (2012)[২] |
কর্মীসংখ্যা | ২৭,০০০ (২০১২)[২] |
ওয়েবসাইট | www |
লেনোভো | |||||||
ঐতিহ্যবাহী চীনা | 聯想集團 | ||||||
---|---|---|---|---|---|---|---|
সরলীকৃত চীনা | 联想集团 | ||||||
|
ইতিহাস
সম্পাদনাএকত্রীকরণ এবং অধিকরণ
সম্পাদনা২০০৫ সালে লেনোভো আইবিএম এর পিসি অংশ কিনে নেয়।
মোবাইল ডিভাইস
সম্পাদনা২০০৮ সালে লেনোভো তার স্মার্টফোন এবং ট্যাবলেট ডিভিশন বিক্রি করে দেয় এবং ২০০৯ সালে আবার কিনে নেয়।
পণ্য ও সেবা
সম্পাদনাস্মার্টফোন এবং ট্যাবলেট
সম্পাদনাস্মার্ট টিভি
সম্পাদনাপার্সোনাল অ্যান্ড বিজনেস কম্পিউটিং
সম্পাদনাথিঙ্কপ্যাড
সম্পাদনাথিঙ্কসেন্টা
সম্পাদনাথিঙ্কসার্ভার
সম্পাদনাথিঙ্কস্টেশন
সম্পাদনাআইডিয়াপ্যাড
সম্পাদনাআইডিয়াসেন্টার
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Our Company"। About Lenovo। Lenovo। ১ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৩।
we have headquarters in Beijing, China and Morrisville, North Carolina, U.S.
- ↑ ক খ গ ঘ ঙ চ "Financial Statements for Lenovo Group Limited"। Google। Annual Data। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৬, ২০১৩।
As of 2012-03-31