লেঙ্গুড়া ইউনিয়ন
সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার একটি ইউনিয়ন
লেঙ্গুড়া ইউনিয়ন বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার একটি ইউনিয়ন।[১][২]
লেঙ্গুড়া | |
---|---|
ইউনিয়ন | |
৪নং লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদ। | |
বাংলাদেশে লেঙ্গুড়া ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৫°৩′১৩.০০০″ উত্তর ৯১°৫৮′২৩.০০২″ পূর্ব / ২৫.০৫৩৬১১১১° উত্তর ৯১.৯৭৩০৫৬১১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | সিলেট জেলা |
উপজেলা | গোয়াইনঘাট উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মো: মাহবুব আহমদ |
আয়তন | |
• মোট | ৩,২৯১ হেক্টর (৮,১৩২ একর) |
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী) | |
• মোট | ৩৭,৯৮৫ |
• জনঘনত্ব | ১,২০০/বর্গকিমি (৩,০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ১৫.৯৩% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৯১ ৪১ ৫২ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান
সম্পাদনাগোয়াইনঘাট উপজেলা থেকে লেঙ্গুড়া ইউনিয়নের দূরত্ব ৮.০০ কি:মি।
ইতিহাস
সম্পাদনালেঙ্গুড়া ইউনিয়ন পরিষদ গঠনের আগে লেঙ্গুড়া নামক একটি গ্রামছিল। বর্তমানে বিভক্ত করে দুটি ইউনিয়ন করা হয়েছে।
প্রশাসনিক এলাকা
সম্পাদনামৌজার সংখ্যা: ১৫ টি। গ্রামের সংখ্যা: ৯ টি।
- লেঙ্গুড়া
- লেঙ্গুড়া হাওর
- সতী
- জাতুগ্রাম
- শনিরগ্রাম
- নিয়াগুল
- গুরুকচি
- দ্বারীখাই
- সিটিংবাড়ী
- সিটিংবাড়ী হাওর
- নিয়াগুল
আয়তন ও জনসংখ্যা
সম্পাদনাআয়তন: ১২ বর্গ মাইল। লোক সংখ্যা: ১৬, ৫৫৫ জন।[৩]
শিক্ষা
সম্পাদনাশিক্ষার হার: ১৫.৯৩%
শিক্ষা প্রতিষ্ঠান:
- প্রাথমিক বিদ্যালয় : ৪ টি
- মাধ্যমিক বিদ্যালয় :১ টি
- মাদরাসা :৫টি
- মক্তবের সংখ্যা: ২০টি
- মসজিদের সংখ্যা: ২৫ টি
- মন্দিরের সংখ্যা: ৫ টি
দর্শনীয় স্থান
সম্পাদনাজনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান চেয়ারম্যান- মো: মাহবুব আহমদ
সম্পাদনাক্রমিক নং | চেয়ারম্যানগণের নাম | সময়কাল |
---|---|---|
০১ | মো: আব্দুর রব | |
০২ | মো: হাবিবুর রহমান চৌধুরী | |
০৩ | এ এইচ এম ফয়জুল হাসান | |
০৪ | রাশিদ আলী | |
০৫ | মোঃ লুৎফুল হক খোকন | |
০৬ | মো: মাহবুব আহমদ | বর্তমান |
আরও দেখুন
সম্পাদনা- ১নং রুস্তমপুর ইউনিয়ন
- ২নং পশ্চিম জাফলং ইউনিয়ন
- ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "লেঙ্গুড়া ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৭ জুলাই ২০১৯। ২৮ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৯।
- ↑ "গোয়াইনঘাট উপজেলা"। বাংলাপিডিয়া। ২৪ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৯।
- ↑ গোয়াইনঘাট উপজেলার মাঠ পর্যায়ের প্রতিবেদন (২০০১)। "আদমশুমারি রিপোর্ট ২০০১"। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।