লেওনার্দো বোনুচ্চি
লেওনার্দো বোনুচ্চি (ইতালীয়: Leonardo Bonucci, ইতালীয় উচ্চারণ: [leoˈnardo boˈnuttʃi]; জন্ম: ১ মে ১৯৮৭) হলেন একজন ইতালীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালির পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর সেরিয়ে আ-এর ক্লাব ইয়ুভেন্তুস এবং ইতালি জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।
ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | লেওনার্দো বোনুচ্চি[১] | ||||||||||||||||
জন্ম | ১ মে ১৯৮৭ | ||||||||||||||||
জন্ম স্থান | ভিতের্বো, ইতালি | ||||||||||||||||
উচ্চতা | ১.৯০ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি)[২][৩] | ||||||||||||||||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||||||||||||||||
ক্লাবের তথ্য | |||||||||||||||||
বর্তমান দল | ইয়ুভেন্তুস | ||||||||||||||||
জার্সি নম্বর | ১৯ | ||||||||||||||||
যুব পর্যায় | |||||||||||||||||
২০০৪–২০০৫ | ভিতের্বেসে | ||||||||||||||||
জ্যেষ্ঠ পর্যায়* | |||||||||||||||||
বছর | দল | ম্যাচ | (গোল) | ||||||||||||||
২০০৫–২০০৬ | ভিতের্বেসে | ০ | (০) | ||||||||||||||
২০০৫–২০০৬ | → ইন্টার মিলান (ধার) | ১ | (০) | ||||||||||||||
২০০৬–২০০৯ | ইন্টার মিলান | ০ | (০) | ||||||||||||||
২০০৭–২০০৯ | → ত্রেভিজো (ধার) | ৪০ | (৪) | ||||||||||||||
২০০৯ | → পিজা (ধার) | ১৮ | (১) | ||||||||||||||
২০০৯ | জেনোয়া | ০ | (০) | ||||||||||||||
২০০৯–২০১০ | বারি | ৩৮ | (১) | ||||||||||||||
২০১০–২০১৭ | ইয়ুভেন্তুস | ২২৭ | (১৩) | ||||||||||||||
২০১৭–২০১৮ | এসি মিলান | ৩৫ | (২) | ||||||||||||||
২০১৮– | ইয়ুভেন্তুস | ৮৯ | (৮) | ||||||||||||||
জাতীয় দল‡ | |||||||||||||||||
২০১০– | ইতালি | ১০১ | (৭) | ||||||||||||||
অর্জন ও সম্মাননা
| |||||||||||||||||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৫:০৬, ২০ মে ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫:০৬, ২০ মে ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
২০১০ সালে, বোনুচ্চি ইতালির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইতালির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১০১ ম্যাচে ৭টি গোল করেছেন। তিনি ইতালির হয়ে এপর্যন্ত ২টি ফিফা বিশ্বকাপ (২০১০ এবং ২০১৪) এবং ২টি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে (২০১২, এবং ২০১৬) অংশগ্রহণ করেছেন, যার মধ্যে ২০১২ সালে চেজারে প্রানদেল্লির অধীনে উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের রানার-আপ হয়েছেন।
ব্যক্তিগতভাবে, বোনুচ্চি বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে ২০১৫–১৬ মৌসুমে সেরিয়ে আ বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয় অন্যতম। দলগতভাবে, বোনুচ্চি এপর্যন্ত ২০টি শিরোপা জয়লাভ করেছেন, যার মধ্যে ৩টি ইন্টার মিলানের হয়ে এবং ১৭টি ইয়ুভেন্তুসের হয়ে জয়লাভ করেছেন।
প্রারম্ভিক জীবন
সম্পাদনালেওনার্দো বোনুচ্চি ১৯৮৭ সালের ১লা মে তারিখে ইতালির ভিতের্বোয় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "2014 FIFA World Cup Brazil: List of Players: Italy" (পিডিএফ)। FIFA। ১৪ জুলাই ২০১৪। পৃষ্ঠা 21। ৪ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "Leonardo Bonucci" (জার্মান ভাষায়)। German Football Association। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৯।
- ↑ "UEFA Champions League - Juventus - Leonardo Bonucci"। UEFA.com। মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট
- লেওনার্দো বোনুচ্চি – ফিফা প্রতিযোগিতার রেকর্ড (ইংরেজি)
- লেওনার্দো বোনুচ্চি – উয়েফা প্রতিযোগিতার রেকর্ড (আর্কাইভ) (ইংরেজি)
- সকারওয়েতে লেওনার্দো বোনুচ্চি (ইংরেজি)
- সকারবেসে লেওনার্দো বোনুচ্চি (ইংরেজি)
- বিডিফুটবলে লেওনার্দো বোনুচ্চি (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে লেওনার্দো বোনুচ্চি (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে লেওনার্দো বোনুচ্চি (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে লেওনার্দো বোনুচ্চি (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে লেওনার্দো বোনুচ্চি (ইংরেজি)