লুইস সোমোসা দেবাইলে

লুইস আনাস্তাসিও সোমোসা দেবাইলে (৫ ডিসেম্বর ১৯২৫ - ১৭ সেপ্টেম্বর ১৯৮০) ছিলেন নিকারাগুয়ার একজন স্বৈরশাসক। তিনি প্রথম দফায় ১ মে ১৯৬৭ খ্রি. থেকে ১ মে, ১৯৭২ খ্রি. পর্যন্ত এবং দ্বিতীয় দফায় ১ ডিসেম্বর ১৯৭৪ থেকে ১৭ জুলাই ১৯৭৯ খ্রি. পর্যন্ত নিকারাগুয়ার রাষ্ট্রপতি ছিলেন। ১৯৭২ থেকে ১৯৭৪ খ্রিস্টাব্দের যে সময় তিনি রাষ্ট্রপতি ছিলেন না, ন্যাশনাল গার্ড বাহিনীর প্রধান হিসাবে তখনও তিনিই ছিলেন প্রকৃত শাসক। ১৯৩৬ সাল থেকে সোমোসা পরিবার নিকারাগুয়া-এ ক্ষমতাসীন ছিল। নিজের বড় ভাইয়ের পর তিনি শাসন ক্ষমতায় আসেন। তার ক্ষমতাচ্যুতির মাধ্যমে একটি বংশের শাসন শেষ হয়। ১৯৭৯ সালে সান্দিনিস্তা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট এর অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে সোমোসা দেবাইলে নিকারাগুয়া থেকে পালিয়ে প্যারাগুয়েতে আশ্রয় নেন। নির্বাসনে থাকাকালে ১৯৮০ সালে তিনি শত্রুর হাতে নিহত হন।

লুইস সোমোসা দেবাইলে
২৬থ নিকারাগুয়ার প্রেসিডেন্ট
কাজের মেয়াদ
২৯ সেপ্টেম্বর ১৯৫৬ – ১ মে ১৯৬৩
পূর্বসূরীআনাস্তাসিও সোমোসা গার্সিয়া
উত্তরসূরীরেইন শিক
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯২২-১১-১৮)১৮ নভেম্বর ১৯২২
লেওন, নিক্যার্যাগিউআদেশ
মৃত্যুএপ্রিল ১৩, ১৯৬৭(1967-04-13) (বয়স ৪৪)
মানাগুয়া, নিক্যার্যাগিউআদেশ
রাজনৈতিক দলজাতীয়তাবাদী লিবারেল পার্টি (PLN)


সোমোসা দেবাইলে লেওন এ জন্মগ্রহণ করেন ১৪ বছর বয়সে তিনি লা লালেল মিলিটারি একাডেমী স্থানান্তরিত হওয়ার আগে এনাস্তাসিও সেন্ট লিও কলেজের প্রস্তুতি টিম্পা এর কাছে উপস্থিত ছিলেন। লং আইল্যান্ড এ।[]

ফুটনোটেশ

সম্পাদনা
  1. "Capitulo Eterno"। fisigmaalfa.org। ২০০৮-০৪-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০২-১২ 
রাজনৈতিক দপ্তর
পূর্বসূরী
আনাসাসিও সোমোজা গার্সিয়া
নিকারাগুয়ার প্রেসিডেন্ট
১৯৫৬–১৯৬৩
উত্তরসূরী
রেইন শিক