ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ

শান্তিতে নোবেল পুরষ্কার বিজয়ী প্রতিষ্ঠান
(লীগ অফ রেড ক্রস সোসাইটিজ থেকে পুনর্নির্দেশিত)

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ তার ১৯১টি সদস্য জাতীয় সোসাইটিজের মাধ্যমে প্রতি বছর ১৬০ মিলিয়ন মানুষের কাছে পৌঁছায়।[] এটা দুর্যোগের সময় এবং আগে-পরে কাজ করে এবং ঝুঁকিপূর্ণ মানুষের চাহিদা পূরণ এবং উন্নত জীবন ও জরুরী স্বাস্থ্য ব্যবস্থার জন্য কাজ করে। এটা জাতীয়তা, জাতি, লিঙ্গ, ধর্মীয় বিশ্বাস, বর্গ এবং রাজনৈতিক মতামত নির্বিশেষে নিরেপেক্ষ।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ
আইএফআরসির প্রতীক
সংক্ষেপেআইএফআরসি
গঠিত১৯১৯ (1919)
ধরনমানবিক সাহায্য সংস্থা
উদ্দেশ্যরেড ক্রস আন্দোলনের জাতীয় সোসাইটিজ দ্বারা সব কার্যক্রমে সহায়তা এবং সমন্বয় সাধন
সদরদপ্তরজেনেভা, সুইজারল্যান্ড
মহাসচিব
Elhadj As Sy
প্রেসিডেন্ট
Tadateru Konoe
ওয়েবসাইটwww.ifrc.org
হেনরি পমেরয় ডেভিসন, লীগ অব রেড ক্রস সোসাইটিজর প্রতিষ্ঠাতা।
(www.redcross.int ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ আগস্ট ২০০৭ তারিখে থেকে ছবিটি নেয়া)

কৌশল ২০২০ দ্বারা পরিচালিত[] – আইএফআরসির যৌথ কর্ম পরিকল্পনা হলো এই দশকের প্রধান মানবিক ও উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবেলা করা – আইএফআরসি 'জীবন সংরক্ষণ এবং মন পরিবর্তনে' প্রতিশ্রুতিবদ্ধ।[]

আইএফআরসির শক্তি, তার স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক, দক্ষতা এবং স্বাধীনতা ও নিরপেক্ষতা কমিউনিটি ভিত্তিক ব্যবস্থার মধ্যে নিহিত। এটা উন্নয়ন ও বিপর্যয়ের প্রতিক্রিয়া অংশীদার হিসেবে মানবতাবাদের মান উন্নত করার জন্য কাজ করে। এটা ঝুঁকিপ্রবন জনগণের স্বার্থে কাজ করতে সিদ্ধান্ত গ্রহণকারীদের প্ররোচিত করে। এটা সুস্থ এবং নিরাপদ সম্প্রদায়ের সক্রিয় করা, দুর্বলতা কমাতে স্থিতিস্থাপকতা জোরদার এবং বিশ্বের শান্তির সংস্কৃতি লালনপালন করাতে কাজ করে।

আইএফআরসি এবং তার সদস্যের কাজ ও কৌশলে যে সাত মৌলিক নীতিমালা রয়েছে, তা হলোঃ মানবতা, ন্যায়, নিরপেক্ষতা, স্বাধীনতা, স্বেচ্ছাসেবী সেবা, ঐক্য ও সার্বজনীনতা.।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "The International Red Cross Red Crescent Movement on the Internet"Who we are। International Federation of Red Cross and Red Crescent Societies। ১৭ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৩ 
  2. "Strategy 2020"Who we are। International Federation of Red Cross and Red Crescent Societies। ১৭ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা