লি বাই, যিনি অনেক সময় লি বো নামেও পরিচিত, ছিলেন ট্যাং সাম্রাজ্যের সময়কার একজন প্রধান চৈনিক কবি। তাকে ট্যাং সাম্রাজের শ্রেষ্ঠ কবি বলে বিবেচনা করা হয়। তার সময়কালকে প্রাচীন চৈনিক কবিতার স্বর্ণযুগ বলা হয়। লি বাই সংখ্যা ও গুণ উভয় বিচারেই গুরুত্বপূর্ণ কবি ছিলেন। তার সময়কার কাব্যরীতিও তার কাব্যগুণে সমৃদ্ধ হয়। এখনো পাওয়া যায় এমন প্রায় হাজারখানেক কবিতা, তার লেখা বলে বিবেচনা করা হয়।[] তিন শত ট্যাং কবিতা নামক জনপ্রিয় কবিতা সঙ্কলনে তার ৩৪টি কবিতা স্থান পেয়েছে।

লি বাই
Li Bai Chanting a Poem, by Liang K'ai (1140 - 1210)
Li Bai Chanting a Poem, by Liang K'ai (1140 - 1210)
জন্ম701
Sui Ye, Tang China
মৃত্যু762
Dangtu
পেশাPoet
জাতীয়তাChinese
সময়কালTang dynasty
লি বাই
চীনা নাম
চীনা 李白
ভিয়েতনামীয় নাম
ভিয়েতনামী Lý Bạch
কোরীয় নাম
হাঙ্গুল이백
হাঞ্জা李白
জাপানি নাম
কাঞ্জি 李白
হিরাগানা りはく

তার জীবনকাল হতে বর্তমান সময় পর্যন্ত লি বাই এর কবিতা চীনের সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক প্রভাব রেখেছে। শুধু তাই নয়, তার কবিতার অনুবাদ, কবিতা অবলম্বনে ও কবিতা হতে অনুপ্রেরণা নিয়ে জাপানে ও পশ্চিমা বিশ্বেও অনেক কাজ হয়েছে। এর মাধ্যমে বিশ্বসাহিত্যে লি বাই একজন পরিচিত নাম হয়ে উঠেছেন।

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Watson, 141

রেফারেন্স

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা

অনলাইনে প্রাপ্ত অনুবাদ (কয়েকটিতে মূল চৈনিক লেখা ও উচ্চারণযুক্ত এবং আক্ষরিক অনুবাদ):

গুকিন সম্পর্কিত