লিনাক্স স্কুল প্রকল্প

লিনাক্স স্কুল প্রকল্প (ইংরেজি: The Linux School Project — পূর্বের কারোশি, মানে অতিকর্ম থেকে মৃত্যু) স্কুলের জন্যে ডিজাইন করা অপারেটিং সিস্টেম[][] এটি উবুন্টু-ভিত্তিক একটি লিনাক্স ডিস্ট্রিবিউশন। প্রকল্পটির আওতায় দুটো কাস্টম ডিস্ট্রিবিউশন চালানো হয়, একটি সার্ভারের জন্যে এবং অন্যটি ক্লায়েন্টের যন্ত্রে ব্যবহারের জন্যে। সার্ভার ডিস্ট্রোটি হলো প্রাতিষ্ঠানিক "কারোশি", অন্যটি "কারোশি ক্লায়েন্ট"।

লিনাক্স স্কুল প্রকল্প
লিনাক্স স্কুল প্রকল্প
ডেভলপারফল শারাড, জো শারাড
ওএস পরিবারইউনিক্স-সদৃশ
কাজের অবস্থাসক্রিয়
সোর্স মডেলওপেন সোর্স
কার্নেলের ধরনমনোলিথিক (লিনাক্স)
লাইসেন্সবিভিন্ন
ওয়েবসাইটlinuxschools.com

তথ্যসূত্র

সম্পাদনা