লিটা (কুস্তিগির)
অ্যামি ক্রিশ্চিন ডুমাস (জন্ম এপ্রিল ১৪, ১৯৭৫) একজন আমেরিকান পেশাদার কুস্তিগির এবং গায়ক যে তার রিং নেম লিটা নামে অধিক পরিচিত। তিনি বর্তমানে ডাব্লিউডাব্লিউইর সাথে বিশ্লেষক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে। সে ২০০০ থেকে ২০০৬ সালে পর্যন্ত ডাব্লিউডাব্লিউই তে নিয়মিত কুস্তি করেছে, এরপর স্বল্প সময়ের জন্য উপস্থিত থাকত। তাকে ২০১৪ সালে ডাব্লিউডাব্লিউই হল অফ ফেম এ অন্তর্ভুক্ত করা হয়।
লিটা | |
---|---|
জন্ম নাম | অ্যামি ক্রিশ্চিন ডুমাস |
জন্ম | ফোর্ট লোডার্ডেল, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র | এপ্রিল ১৪, ১৯৭৫
বাসস্থান | সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র |
পেশাদারি কুস্তি ক্যারিয়ার | |
রিংয়ে নাম | অ্যাঞ্জেলিকা লিটা মিস কনজেনিয়ালিটি |
কথিত উচ্চতা | ৫ ফুট ৬ ইঞ্চি[১] |
কথিত ওজন | ১৩৫ পা (৬১ কেজি)[২] |
কথিত প্রশিক্ষণকেন্দ্র | স্যান ফোর্ড, নর্থ ক্যারোলিনা[১] আটলান্টা, জর্জিয়া |
প্রশিক্ষক | ডরি ফাংক জুনিয়র রিকি সান্তানা কেভিন কুইন |
অভিষেক | ১৯৯৯ |
বিভিন্ন স্বাধীন প্রোমোশন এবং এক্সট্রিম চ্যাম্পিয়নশিপ রেসলিং (ইসিডব্লিউ) তে কাজ করার পর লিটা ১৯৯৯ সালে ডাব্লিউডাব্লিউএফ এর সাথে যুক্ত হয়। মূলত তার স্টোরিলাইন ছিল ইস্সা রিওস এর সাথে জুটি হয়ে। কিন্তু পরে সে ম্যাট এবং জেফ হার্ডির সাথে "টিম এক্সট্রিম" এর হয়ে বড় পুশ পায়। তার ক্যারিয়ারে সে চারবার ডাব্লিউডাব্লিউই নারী চ্যাম্পিয়নশিপ টাইটেলটি জিতেছে।
২০০৬ সালে কুস্তি থেকে অবসর নেয়ার পরে লিটা পাংক রক ব্যান্ড দ্য লুচাগরস গঠন করে। ব্যান্ডটি সেপ্টেম্বর ১১, ২০০৭ সালে তাদের নিজস্ব অ্যালবাম বের করে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "WWE Lita"। WWE। WWE। মার্চ ৩, ২০০৫। সংগ্রহের তারিখ অক্টোবর ১৮, ২০০৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Lita's Bio"। Slam! Sports। Canadian Online Explorer। মার্চ ৩, ২০০৫। মে ৩০, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ১৮, ২০০৭।
বহিঃসংযোগ
সম্পাদনা- টুইটারে লিটা
- ইন্টারনেট মুভি ডেটাবেজে লিটা (ইংরেজি)