লিটল উইমেন (১৯৩৩-এর চলচ্চিত্র)

(লিটল ওমেন (১৯৩৩-এর চলচ্চিত্র) থেকে পুনর্নির্দেশিত)

লিটল উইমেন (ইংরেজি: Little Women) হল জর্জ কিউকার পরিচালিত ১৯৩৩ সালের মার্কিন প্রাক-কোড নাট্য চলচ্চিত্র। লুইসা মে অ্যালকট রচিত ১৮৬৮ সালের একই নামের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করেন চিত্রনাট্যকার দম্পতি সারাহ ওয়াই. ম্যাসনভিক্টর হিরম্যান। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন ক্যাথরিন হেপবার্ন, জোয়ান বেনেট, ফ্রান্সেস ডিজিন পার্কার

লিটল উইমেন
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
Little Women
পরিচালকজর্জ কিউকার
প্রযোজকমেরিয়ান সি. কুপার
চিত্রনাট্যকার
উৎসলুইসা মে অ্যালকট কর্তৃক 
লিটল ওমেন
শ্রেষ্ঠাংশে
সুরকারমাক্স স্টাইনার
চিত্রগ্রাহকহেনরি ডব্লিউ. জেরার্ড
সম্পাদকজ্যাক কিচিন
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকআরকেও রেডিও পিকচার্স
মুক্তি
  • ১৬ নভেম্বর ১৯৩৩ (1933-11-16) (মার্কিন যুক্তরাষ্ট্র)
স্থিতিকাল১১৭ মিনিট
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$৪২৪,০০০[]
আয়$২,০০০,০০০[]

চলচ্চিত্রটি এই উপন্যাসের তৃতীয় চলচ্চিত্রায়ন। এর পূর্বে দুটি নির্বাক সংস্করণ নির্মিত হয়। মিনা গ্রে অভিনীত প্রথম সংস্করণটি ১৯১৭ সালে এবং ডরোথি বেরনার্ড অভিনীত দ্বিতীয় সংস্করণটি ১৯১৮ সালে মুক্তি পায়। এই সবাক সংস্করণটি মুক্তির পরও ১৯৪৯ সালে জুন অ্যালিসন, এলিজাবেথ টেলরপিটার লফোর্ড অভিনীত একটি সংস্করণ, এবং ১৯৯৪ সালে উইনোনা রাইডার অভিনীত অপর একটি সংস্করণ মুক্তি পায়।

লিটল উইমেন চলচ্চিত্রটি ৬ষ্ঠ একাডেমি পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র, পরিচালনালেখনী (চিত্রনাট্য) বিভাগে তিনটি মনোনয়ন লাভ করে এবং ম্যাসন-হিরম্যান দম্পতি শ্রেষ্ঠ লেখনী বিভাগে পুরস্কার লাভ করে। হেপবার্ন ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ভল্পি কাপ লাভ করেন।

কুশীলব

সম্পাদনা
  • ক্যাথরিন হেপবার্ন - জোসেফিন "জো" মার্চ
  • জোন বেনেট - অ্যামি মার্চ
  • জিন পার্কার - এলিজাবেথ "বেথ" মার্চ
  • ফ্রান্সেস ডি - মার্গারেট "মেগ" মার্চ
  • স্প্রিং বিয়িংটন - মার্মি মার্চ
  • ডগলাস মন্টগোমারি - থিওডর "লরি" লরেন্স
  • পল লুকাস - প্রফেসর ভায়ের
  • এডনা মে অলিভার - আন্ট মার্চ
  • হেনরি স্টিভেনসন - মিস্টার লরেন্স
  • জন ডেভিস লজ - ব্রুক
  • স্যামুয়েল এস. হিন্ডস - মিস্টার মার্চ
  • নিডিয়া ওয়েস্টম্যান - মামি
  • হ্যারি বেরেসফোর্ড - ডক্টর ব্যাংস
  • মেবল কলকর্ড - হান্নাহ
  • মারিয়োঁ বালো - মিসেস কার্ক

পুরস্কার

সম্পাদনা
পুরস্কার পুরস্কারের বিভাগ মনোনীত ফলাফল সূত্র
একাডেমি পুরস্কার শ্রেষ্ঠ লেখনী (চিত্রনাট্য) সারাহ ওয়াই. ম্যাসন ও ভিক্টর হিরম্যান বিজয়ী []
শ্রেষ্ঠ চলচ্চিত্র মেরিয়ান সি. কুপার মনোনীত
শ্রেষ্ঠ পরিচালনা জর্জ কিউকার মনোনীত
ভেনিস চলচ্চিত্র উৎসব শ্রেষ্ঠ অভিনেত্রী ক্যাথরিন হেপবার্ন বিজয়ী

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Richard Jewel, 'RKO Film Grosses: 1931-1951', Historical Journal of Film Radio and Television, Vol 14 No 1, 1994 p55
  2. "The Sixth Academy Awards" (ইংরেজি ভাষায়)। অস্কার। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা