লেস্টার সিটি ফুটবল ক্লাব

ইংলিশ প্রিমিয়ার লিগের একটি ফুটবল ক্লাব
(লিচেস্টার সিটি ফুটবল ক্লাব থেকে পুনর্নির্দেশিত)

লেস্টার সিটি ফুটবল ক্লাব, দি ফক্সেস নামেও পরিচিত, একটি ফুটবল ক্লাব যার উত্‍পত্তি হয়েছে ইংল্যান্ডের লিচেস্টার শহরের দি কিং পাওয়ার স্টেডিয়ামে[] তারা ২০১৩-১৪ মৌসুমে দি ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপের বিজয়ী হওয়ায় ২০১৪-১৫ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ খেলবে। এই ক্লাবটি ১৮৮৪ সালে লেস্টার ফস নামে প্রতিষ্ঠিত হয়েছিল,[] ফস রোডের নিকট একটি মাঠে খেলা শুরুর মাধ্যমে। তারা ফিলবার্ট স্ট্রীটে ১৮৯১ সাল থেকে খেলা শুরু করে। সেখানে তারা ১১১ বছর খেলে। [] পরবর্তীতে ২০০২ সালে নিকটবর্তী ওয়াকার্স স্টেডিয়ামে খেলা শুরু করে।

লেস্টার সিটি
পূর্ণ নামলেস্টার সিটি ফুটবল ক্লাব
ডাকনামদ্য ফক্সেস
প্রতিষ্ঠিত১৮৮৪; ১৪১ বছর আগে (1884)
(লেস্টার ফোস ফুটবল ক্লাব হিসেবে)
মাঠকিং পাওয়ার স্টেডিয়াম
ধারণক্ষমতা৩২,২৬১[]
মালিককিং পাওয়ার আন্তর্জাতিক গ্রুপ
সভাপতিথাইল্যান্ড আইয়াওয়াত শ্রীবদ্ধনাপ্রভা
ম্যানেজারইতালি এনৎসো মারেস্কা
লিগইএফএল চ্যাম্পিয়নশিপ
২০২২–২৩১৮তম (অবনমিত)
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

১৮৯৪ সালে, লেস্টারকে দি ফুটবল লিগে খেলার জন্য বাছাই করা হয়।

চ্যাম্পিয়ন (১ বার): ২০১৫-১৬

চ্যাম্পিয়ন (৭ বার): ১৯২৪–২৫, ১৯৩৬-৩৭, ১৯৫৩–৫৪, ১৯৫৭–৫৭, ১৯৭০–৭১, ১৯৭৯–৮০, ২০১৩–১৪

চ্যাম্পিয়ন (১ বার): ২০০৮–০৯

চ্যাম্পিয়ন (৩ বার): ১৯৬৩–৬৪, ১৯৯৬–৯৭, ১৯৯৯–০০

চ্যাম্পিয়ন (১ বার): ১৯৭১

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Premier League Handbook 2020/21" (পিডিএফ)। Premier League। পৃষ্ঠা 22। ২৫ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২০ 
  2. "Walkers Stadium"The Stadium Guide website। The Stadium Guide। ২০০৪। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৩ 
  3. "The History of Leicester City Football Club"Leicester City Official Website। ২১ জুন ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৩ 
  4. "A History of Filbert Street"। Filbertstreet.net। ২০১১-০৯-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৯-০৩